Sukanya Mondal: সুকন্যাকে নিয়ে সরব কুণাল ঘোষ

Published By: Khabar India Online | Published On:

 অনুব্রত মণ্ডলের মেয়ের চাকরি পাওয়া, ফেল করা বা না করা এবং কোর্ট পর্যন্ত আসা যাওয়া নিয়ে মুখ খোলেন কুণাল।

অভিযোগ এসেছে অনুব্রত মণ্ডলের মেয়ে, পিএ সহ আরো বাকি চার জনের বিরুদ্ধে।

টেট পরীক্ষায় ফেল করেও চাকরি সরকারি স্কুলে। স্কুলের রেজিষ্টার খাতা ঘরে আসতো সই করার জন্য, স্কুলের গণ্ডিতে পা রাখতেন না অনুব্রত কন্যা। বেআইনি ভাবে স্কুলে চাকরি দেওয়া হয়েছে অভিযোগের উপর ভিত্তি করে এদিন কলকাতা হাইকোর্টে উপস্থিত হন সুকন্যা সহ বাকি পাঁচ জন।

আরও পড়ুন -  ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হাজির হচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃত্যুঞ্জয় মুর্মু

এদিন, কোর্টের নির্দেশ মেনে যাবতীয় নথিপত্র সঙ্গে নিয়ে হাজির হন অনুব্রত-কন্যা সুকন্যা। যদিও, হাসপাতালে যাওয়ার মুখে অনুব্রত বেজায় চটে বলেছিলেন, “আমার মেয়ে ভাল আছে। আমার মেয়ের পাশ করা আছে। সার্টিফিকেট আছে। চিন্তার কারণ নেই’’। সত্যি তাহলে চিন্তার কারণ নেই । সমস্ত কাগজ ঠিকঠাক জমা করেছেন সুকন্যা মন্ডল। এদিন, শুনানিতে প্রধান বিচারপতি সুকন্যা ও বাকিদের বিরুদ্ধে দায়ের হওয়া হলফনামাটি খারিজ করে জানান যে সুকন্যাদের হাজিরা দিতে বলার যে নির্দেশ বুধবার দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হচ্ছে।

আরও পড়ুন -  মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়, চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে প্রয়াত