Lifestyle: ৫ কথা গোপন রাখুন স্বামীর কাছে, তাহলে সুখ শান্তি ফিরবে সংসারে

Published By: Khabar India Online | Published On:

স্বামী – স্ত্রীর সম্পর্ক সবসময়ের বন্ধুত্বের হয়।

 আমরা সবসময় আলোচনা করি যে স্বামী – স্ত্রীর মধ্যে কখনো কোনো কিছু লুকোনো ঠিক নয়, তবুও স্ত্রীরা কিছু ব্যাপার স্বামীর থেকে লুকিয়ে রাখেন। তাদের জন্য সুবিধাজনক আগামী দিনে সুস্থ ভাবে সংসার ধর্ম পালনের ক্ষেত্রে। আজ জেনে নিই বেশিরভাগ স্ত্রী’রা খারাপ লাগলেও স্বামীর কাছে কোন কোন বিষয় চুপ থাকেন।

  • পারিবারিক অশান্তির কথা ভেবে স্ত্রীরা সারাদিনের কথা সবটা স্বামীকে বলেন না। যেমন, শাশুড়ি মা কোনো খারাপ কিছু বললেন না দুঃখ দিয়ে কিছু কথা বলেছেন, সেই কথা স্বামীর কানে তোলেন না। শাশুড়ি নয়, ননদ কিংবা অন্য কোনো সদস্যের সঙ্গে মন কষাকষি হলে সেগুলি স্বামীর কাছে যায় না।
আরও পড়ুন -  ই-শ্রম স্কিম কি? জানুন কারা সুবিধা পাবেন

*  বাপের বাড়িতে আর্থিক সমস্যা চললে সেই সব ঘটনা স্ত্রীরা তাদের স্বামীদের সঙ্গে শেয়ার করেন না, কারণ এতে করে দুই পক্ষের চিন্তা বাড়ে। এই রকম অনেক কথা স্বামীকে বলেন না তাঁদের স্ত্রীরা।

আরও পড়ুন -  এ বছরই বিয়ের পিঁড়িতে বিজয় ও রশ্মিকা!