Wildfires: আলজেরিয়ায় নিহত ২৬, ভয়াবহ দাবানলে

Published By: Khabar India Online | Published On:

উত্তর আলজেরিয়ার বনাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ২৬ জন মারা গেছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেল্ডজৌদ বলেছেন, দাবানলে তিউনিসিয়ার সীমান্তবর্তী এল তারফে ২৪ জন এবং সেতিফে মা ও মেয়ে মারা গেছেন।

বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

ফায়ার ফাইটারদের হেলিকপ্টারের সহায়তা নিয়ে বুধবার সন্ধ্যাতেও বেশ কয়েকটি স্থানে দাবানল নেভানোর চেষ্টা করতে দেখা গেছে। বিভিন্ন প্রদেশের ৩৫০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

আরও পড়ুন -  Maya: ইরফান-তানিয়ার মায়া, ভালোবাসা দিনে

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, এল তারফের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এই এলাকার ১৬টি স্থানে আগুন লেগেছে।

সেতিফে মারা যাওয়া ৫৮ বছর বয়সী মা ও ৩৬ বছর বয়সী মেয়ের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে সেখানকার কর্মকর্তারা বলেছেন, দাবানল গ্রামে পৌঁছে গেছে।

আরও পড়ুন -  Samsung Galaxy: স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের নতুন ফোন

সাম্প্রতিক উত্তর আলজেরিয়ায় প্রায় প্রতি বছরই দাবানলের ঘটনা ঘটছে। গত বছরও দেশটিতে দাবানলে ৯০ জন মারা যান এবং ১ লাখ হেক্টর বনভূমি পুড়ে যায়।

 স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেল্ডজৌদ গত বছরের দাবানলকে পরিকল্পিত বলে দাবি করেছিলেন।

আরও পড়ুন -  Europe: ইউরোপ দাবানলে পুড়ছে, মানুষ পালাচ্ছে

এই বছর বিশ্বের অনেক দেশেই উচ্চ তাপমাত্রা ও দাবানলের ঘটনা ঘটছে। ইউরোপের ফ্রান্স, গ্রীস, পর্তুগাল, স্পেন ও ইতালি দাবানলের মতো ঘটনার বিরুদ্ধে লড়াই করছে। ছবিঃ সংগৃহীত।