Anubrata Mondal: অনুব্রত, পার্থর ধারা বজায় রাখল, প্রায় ১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই ( CBI )

Published By: Khabar India Online | Published On:

 শিক্ষক নিয়োগ দুর্নীতির দায়ে এবং এবার গরু পাচার মামলায় রাজ্যের দুই হেভিওয়েট তৃণমূল নেতা হেফাজতে ঢুকে গেছেন।

সরগরম গোটা রাজ্য রাজনীতি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এমন ঘটনাক্রম তৃণমূলের প্রভাবশালী মেরুদন্ডের ক্যান্সার। বর্তমানে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মন্ডল সিবিআই হেফাজতে আছেন।

আরও পড়ুন -  Smartphones: গুগলের জনপ্রিয় অ্যাপগুলো আর চলবে না !

পার্থর ধারা বজায় রেখে আজ সিবিআই গরুপাচারকাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল এবং তাঁর আত্মীয়দের বিপুল ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করেছে। CBI সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দারা বাজেয়াপ্ত করেছেন প্রায় ১৬ কোটি ৯৭ লাখ টাকা।

সিবিআই এর অনুমান গরু পাচারের টাকা বিভিন্ন ব্যাংকে আত্মীয়দের নামে ফিক্সড ডিপোজিট করে রাখতেন অনুব্রত মণ্ডল। কেষ্ট মন্ডলকে গ্রেপ্তার করার পরেই সিবিআই আধিকারিকদের একদল খুঁজে বার করেছেন কোন কোন ব্যাংকে সেই ফিক্সড ডিপোজিটের টাকা রয়েছে। আজ বুধবার অনুব্রতর আত্মীয়দের নামে থাকা প্রায় ১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন -  CBI: সিবিআইয়ের তদন্ত শুরু, ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার

 এখন বেনামে ফিক্সড ডিপোজিট করা এই টাকার সাথে গরু পাচারের সম্পর্ক খতিয়ে দেখছে গোয়েন্দারা।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ বুধবার সকালের দিকে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে জেরা করতে বোলপুরের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। ১০ মিনিটের মধ্যেই তারা সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। আসলে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন সুকন্যা।

আরও পড়ুন -  কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক "এক জেলা এক নির্দিষ্ট পণ্য"এর জন্য পণ্য চূড়ান্ত করেছে