Ullu-র ওয়েব সিরিজ বিনামূল্যে দেখুন, বাচ্চাদের সামনে একদম না

Published By: Khabar India Online | Published On:

 সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গেলে।

বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। আসলে করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দামে খুশির খবর, আজকে বাজারে সোনার দাম কমলো কলকাতায়

 ডিজিটাল মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। উল্লু, প্রাইম শট এবং কোকু ইত্যাদি জায়গায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করে। যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা কিন্তু কম নয়। প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখে থাকেন। এই অ্যাডাল্ট ওয়েব সিরিজের দুনিয়ায় বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।

আরও পড়ুন -  Web Series: নেটদুনিয়ার জনপ্রিয় কিছু সিরিজ, না দেখলে মিস করবেন!

 ওয়েব সিরিজ দেখতে গেলে আপনাকে অবশ্যই উল্লুর সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হয়। কিন্তু ওয়েব সিরিজ দেখার জন্য আপনি হয়তো ওতটা টাকা খরচ করতে চান না। আপনাদের জানাবো বিনা খরচায় কি করে উল্লুর সমস্ত ওয়েব সিরিজ আপনি দেখে নিতে পারবেন।

আরও পড়ুন -  সাহসী ওয়েব সিরিজ, দরজা বন্ধ করে দেখুন, OTT - তে জামাইয়ের সঙ্গে রগরগে রোম্যান্স!

*  প্রথমে আপনার মোবাইলে গুগল ক্রোম খুলুন।
*  এরপর সার্চবারে গিয়ে 1filmy4wap লিখে সার্চ করুন।
*  এরপর সার্চ করার পর যে পেজটি খুলবে তার একদম প্রথম ওয়েবসাইটটি খুলে নিন।
*  এরপর খুললেই উল্লু ওয়েবসিরিজ অপশনে ক্লিক করে আপনার পছন্দের ওয়েব সিরিজ।