Bangabandhu: ক্রিকেটারদের শ্রদ্ধা, জাতির পিতার প্রতি

Published By: Khabar India Online | Published On:

 জাতীয় শোক দিবস। ১৫ আগস্ট, ১৯৭৫ সালের এই দিনটিতে সপরিবারে নির্মমভাবে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি স্মরণ করছে গোটা জাতি। বাদ যাননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররাও।

 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বঙ্গবন্ধুকে স্মরণ করেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মেহেদি হাসান মিরাজসহ আরও অনেকে।

আরও পড়ুন -  Bus Fire: নিহত ১১, একটি বাসে অগুন লাগার ঘটনা ঘটেছে, মহারাষ্ট্রে

তামিম ইকবাল তার ফেসবুক পাতায় বলেছেন, ‘বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের অন্যান্য শহীদদের।’

সাকিব আল হাসানের ফেসবুক পাতায় পোস্ট করেছেন, ‘এই দিনে পৃথিবী হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন এবং নিশ্চিত করেছিলেন যেন আমরা সবাই সগর্বে বলতে পারি যে এই দেশটি আমার। জাতীয় শোক দিবসে সমগ্র জাতির সাথে আমরাও সমবেদনা প্রকাশ করছি।’

আরও পড়ুন -  ২০২৪ সালের বাজেট প্রস্তাবনা, স্বস্তি পাবেন মধ্যবিত্তরা, রয়েছে কিছু চমক!

মুশফিকের বলেছেন, ‘জাতির পিতা আমাদের জন্য যা করেছেন, তা আমরা কখনো ভুলবো না, আমরা শোকাহত।’

মিরাজ লিখেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিশে আছেন আমাদের অনুভূতি ও অন্তরাত্মায়। জাতীয় শোক দিবসে এই মহান নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা। বাঙালির মৃত্যুঞ্জয়ী চেতনায় বেঁচে আছেন তিনি, এবং বেঁচে রবেন…’।  ছবিঃ  সংগৃহীত।

আরও পড়ুন -  একটি চিঠি