Gun Attack: ৮ ইসরায়েলি আহত বন্দুক হামলায়, জেরুজালেমে

Published By: Khabar India Online | Published On:

জেরুজালেমের ওল্ড সিটির কাছে একজন বন্দুকধারী একটি বাসে গুলি চালায়, এতে অন্তত আটজন ইসরায়েলি আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইহুদিদের জন্য একটি পবিত্র প্রার্থনা-স্থল ওয়েস্টার্ন ওয়ালের কাছে একটি পার্কিং লটে ইসরায়েলিদের বহনকারী বাসটি অপেক্ষা করার সময় রবিবার মধ্য রাতে এই হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন -  Ukraine: ৪০০ রুশ সৈন্য হত্যার দাবি ইউক্রেনের, দোনেৎস্ক অঞ্চলে

টাইমস অফ ইসরায়েল পত্রিকার মতে, আহতদের মধ্যে একজন ৩৫ বছর বয়সী গর্ভবতী নারীও রয়েছেন।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করতে ঘটনাস্থলে বাহিনী পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে, পালিয়ে যাওয়া সন্দেহভাজনকে খুঁজছে।

আরও পড়ুন -  Kolkata Municipal Elections: মনোনয়ন পত্র জমা, কলকাতা পুরসভার নির্বাচনে

ইসরায়েলি বাহিনী সন্দেহভাজন হামলাকারীর খোঁজে সিলওয়ানের কাছাকাছি ফিলিস্তিনি পাড়ায় তল্লাশি চালাচ্ছে।

অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার নাতাশা ঘোনেইম জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী ওই এলাকায় বাড়িঘরে তল্লাশি চালিয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তির সাথে সম্পর্কিত হতে পারে সন্দেহে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন -  মসজিদে আবার হামলা ফিলিস্তিনের