Esha Gupta: আশ্রম অভিনেত্রী ঝড় তুললেন নেটদুনিয়ায়, কি কারণে?

Published By: Khabar India Online | Published On:

এষা গুপ্তা (Esha Gupta) বর্তমানে ‘আশ্রম থ্রি’-র দৌলতে ‘বম্বশেল’।

সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট অ্যাকটিভ ছিলেন। বিভিন্ন ধরনের ছবি শেয়ার করেন এষা। বিকিনিতে তাঁর বোল্ড ছবি প্রায়ই ভাইরাল হয়। সম্প্রতি তাঁর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ার আই ক্যান্ডি হয়ে উঠেছে।

আরও পড়ুন -  আবার নতুন পোস্ট রিয়ার, সুশান্তের মৃত্যুবার্ষিকীর আগে, কেন করলেন ?

ছবিগুলিতে এষার পরনে রয়েছে মেটালিক চকোলেট ব্রাউন রঙের গাউন। গাউনটি ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার অম্বিকা লাল (Ambika Lal)। গাউনটি মিড রিফ কাট আউট। অর্থাৎ বুকের নিচ থেকে নাভির উপর পর্যন্ত অংশ উন্মুক্ত রয়েছে এই কাটিংয়ে।

আরও পড়ুন -  Esha Gupta: এষা নেটদুনিয়ায় ঝড় তুললেন, খোলামেলা পোশাকে, নেটিজেনরা হতবাক

গাউনের একপাশ দিয়ে উন্মুক্ত রয়েছে এষার স্তনের কিছুটা অংশ। গাউনটি হাই থাই স্লিটেড। ফলে উন্মুক্ত রয়েছে এষার পায়ের অনেকখানি অংশ। গাউনের নাভির কাছে বাঁধা রয়েছে একটি নট। ওয়ান শোল্ডার গাউনের শোল্ডারটি স্প্যাগেটি। এটি গিয়েছে কাঁধের উপর দিয়ে। গাউনে রয়েছে বেশ কিছু স্প্লিট।

 

View this post on Instagram

 

A post shared by Esha Gupta (@egupta)