Suniel Shetty: সুপারস্টার সুনীল শেঠি, ‘ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন ৩’-র মঞ্চে হাজির

Published By: Khabar India Online | Published On:

 শনি ও রবিবার করে শুরু হয়েছে নাচের নতুন রিয়্যালিটি শো ‘ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন ৩’ ( Dance Dance Junior Season 3)।

অনুষ্ঠান সঞ্চালনা করছেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ রোহন ভট্টাচার্য। প্রথম দুই সিজন বেশ জনপ্রিয় হয়, ঠিক সেই কারণেই শুরু হয়েছে তৃতীয় সিজন। স্টার জলসা আবারও সুযোগ করে দিয়েছে খুদে শিল্পীদের। আবারও খুদে প্রতিভার বিকাশ হবে এই মঞ্চে।

আরও পড়ুন -  টপ নামিয়ে দিলেন মাধুরী দীক্ষিত কাঁধ থেকে, ইচ্ছাকৃতভাবে, কেন?

 দ্বিতীয় সিজনে ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী, বিচারকের আসনে ছিলেন মহানায়ক দেব এবং ডান্সিং ডিভা মনামি ঘোষ । এখানে, মনামির পাশাপাশি রুক্মিণী মৈত্র দেখা মিলবে বিচারকের আসনে। এছাড়া, মেন্টর আসনে রয়েছেন বাংলার জনপ্রিয় ধারাবাহিকের মুখ তৃণা সাহা। শো’টি প্রযোজনা করেছে শুভঙ্কর চট্টোপাধ্যায়ের প্রোডাকশন হাউজ।

আরও পড়ুন -  Jeetendra: মামাতো বোনের শ্লীলতাহানি করেছিলেন জিতেন্দ্র! অভিযোগ উঠেছিলো

এই মঞ্চে আসতে চলেছেন বলিউডের মোস্ট হ্যান্ডসাম অভিনেতা সুনীল শেঠি (Suniel Shetty)। এর আগেও বহু নাচের রিয়্যালিটি শোতে এসেছেন বলিউডের এই অভিনেতা।