Mithai: বম্ব ডিফিউজ প্লাস দিয়ে, হাসির রোল নেটদুনিয়ায়

Published By: Khabar India Online | Published On:

বাংলা সিরিয়াল দেখে বম্ব ডিফিউজড করার কায়দা দর্শকরা নিজেরাই শিখে যাবেন। এর জন্য দরকার শুধু একটি কাঁচি।

শুক্রবার রাতে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ এর নতুন প্রোমো ভাইরাল হতেই দর্শকদের ঘুম উড়ে গিয়েছে। মিঠাই এর স্বামী ‘উচ্ছেবাবু’ সিদ্ধার্থর উপর প্রতিশোধ নিতে এলইডি টিভির পিছনে টাইম বম্ব লাগিয়েছে ওমি। পুরো বাড়ি সহ সদস্যদের মেরে ফেলতে চায়।

আরও পড়ুন -  Tithi Basu: রোজই তাঁকে ধর্ষণের হুমকি, ‘মা’ ধারাবাহিকের ঝিলিক-কে, কলকাতা পুলিশের সাইবার ক্রাইমে জানিয়েছেন

পরিবারের প্রাণ বাঁচাতে বম্ব ডিফিউজাল স্কোয়াডের অপেক্ষা না করে নিজেই হাতে প্লাস নিয়ে বম্ব ডিফিউজ করতে ব্যস্ত সিদ্ধার্থ। মিঠাই মনোহরা বানাতে পারে বলে বম্ব ডিফিউজেও এক্সপার্ট। সে মিঠাইকে জিজ্ঞাসা করে, লাল তারটি কাটা উচিত না হলুদ তার! ভুল তার কাটলে বাড়ির সবাইকে মরতে হবে। ভয় পেয়ে গিয়ে মিঠাই তার আরাধ্য গোপালকে স্মরণ করতে থাকে।

আরও পড়ুন -  TRP KHOBOR: ‘জগদ্ধাত্রী’র জায়গা কোথায়? দুরন্ত সাফল্য পর্ণার, চমক দিয়েছে শ্যামলীও

বাড়ির কেউই উদ্যোগী নয় বম্ব ডিফিউজাল স্কোয়াডকে খবর দিতে। তাদের অগাধ ভরসা সিদ্ধার্থের উপর। ‘মিঠাই’-এর নতুন প্রোমো ভাইরাল হওয়ার পরেই নেটিজেনদের একাংশ সিদ্ধার্থকে ট্রোল করেছেন।

আরও পড়ুন -  Srabanti Chatterjee: সিঁথি ভর্তি সিঁদুর, ফের বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী !