Arpita Mukherjee: পার্থর থেকে মুখ ফেরালেন অর্পিতা জেলে বসে, অভিমান না রাগ

Published By: Khabar India Online | Published On:

 পার্থ – অর্পিতার (Partha-Arpita) এতদিন ডেস্টিনেশন ছিল বিলাসবহুল ফ্ল্যাট বা বাগান বাড়ি। পাতে থাকতো ইলিশ, পাঁঠার মাংস, ড্রাই ফ্রুটস এবং ব্ল্যাক কফির মতন যাবতীয় এলাহী খাবার।

আরও পড়ুন -  শশী পাঁজা প্রেস কনফারেন্স

 এখন দুজন আলাদা পথের পথিক। এদিন নিজের আইনজীবীকে পাঠান অর্পিতার কাছে। অর্পিতাকে উদ্ধার করা এখন পার্থর মূল লক্ষ্য। পার্থ চাইছেন অর্পিতা এই সমস্যা থেকে বেরিয়ে আসুক। পার্থ কি তবে ভয় পাচ্ছেন? পার্থ কি ভাবছেন যে অর্পিতা সবটা বলে দেবে? পার্থর বিরুদ্ধে যাবে?

আরও পড়ুন -  দেশ জুড়ে নিউজ অন এআইআর লাইভ স্ট্রিমিং-এর ক্রমতালিকা, প্রাপ্ত বয়স্কদের কাছে জনপ্রিয় হয়েছে

 সূত্র বলছে, অর্পিতা ফিরিয়ে দিয়েছেন পার্থর আইনজীবীকে। অর্পিতা নিজের আইনজীবী নিয়েই কেস লড়বেন। এমনকি এদিন অর্পিতা কাঁদতে কাঁদতে বলেন যে তিনি বীভৎস ভাবে ফেঁসে গিয়েছেন। তার সব শেষ করে দিয়েছে।

আরও পড়ুন -  রানীগঞ্জের দুটি ওয়ার্ডে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদল সিপিএম ও তৃণমূলের বিরুদ্ধে