Gaza: মৃত্যু বেড়ে ২৯, গাজায় ইসরায়েলের হামলা

Published By: Khabar India Online | Published On:

গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৬ শিশু এবং তাইসির জাবেরি ও খালেদ মনসুরসহ ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) একাধিক সদস্যও আছে।

আরও পড়ুন -  Released: `ডিউন` মুক্তি পাচ্ছে

শুক্রবার থেকে ইসরায়েলের দিকেও ফিলিস্তিনিরা চারশর মতো রকেট ও মর্টারের গোলা ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি এক কর্মকর্তা।

তেল আবিব বলছে, পিআইজের ‘হুমকি’ মোকাবেলায় তাদেরকে এই অভিযানে নামতে হয়েছে।

গত বছরের মে-র ১১ দিনের সংঘর্ষে দুই শতাধিক ফিলিস্তিনি ও ডজনখানেক ইসরায়েলি নিহতের পর গাজায় এবারের সংঘাতকেই সবচেয়ে তীব্র বলা হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘ব্রেকিং ডন’ নামের এ অভিযান সপ্তাহখানেক ধরে চলতে পারে।

আরও পড়ুন -  Neymar: কাতার বিশ্বকাপের আগে, ‘রূপচর্চা’ নিয়ে ব্যস্ত নেইমার

শনিবার গাজার দক্ষিণে রাফায় একটি বাড়িতে বিমান হামলা চালিয়ে পিআইজের জ্যেষ্ঠ নেতা খালেদ মনসুরকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনী এর আগে তাকে ৫ বার হত্যার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।

গাজায় হামলার পাশাপাশি দখলকৃত পশ্চিম তীর থেকে পিআইজে-র ১৯ সদস্যকে আটক করার কথাও জানিয়েছে ইসরায়েল।

আরও পড়ুন -  China: আবারো করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে চীনে

ফিলিস্তিনের দিক থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে, এই সতর্কতায় শনিবারও ইসরায়েলের অনেক শহরে সাইরেনের শব্দ শোনা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ফিলিস্তিনিদের মৃত্যুর জন্য ‘ইসরায়েলি আগ্রাসনকে’ দায় দিয়ে তেল আবিবের হামলায় এখন পর্জন্ত ২০৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে।