VIRAL: কাজল রাঘবণীকে দেখে কি অবস্থা খেসারী লালের, ‘জাওয়ানি কা জলবা’, পুরুষ ভক্তরা পাগল ভিডিও দেখে

Published By: Khabar India Online | Published On:

একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটিকে। ভাইরাল হওয়া গানে কাজল রাগওয়ানী ও কেশরী লাল যাদবকে দেখা গিয়েছে।

 ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

আরও পড়ুন -  মৃত তিন সিভিক ভলান্টিয়ার। আসামি ধরে ফেরার পথে

কাজল রাগওয়ানী ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘জাওয়ানি কা জলবা’র অন্যতম জনপ্রিয় গান।

একটি পোড়ো বাড়িতেই পুরো গানের ভিডিওটি শুট করেছেন তারা। গানের দৃশ্যে তাদের রোমান্স যে দর্শকরা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের, গোটা ভিডিওটা দেখলেই স্পষ্ট হবে।

আরও পড়ুন -  VIRAL: এমন কাজ করলেন নীরাহুয়া, অভিনেত্রী মধু শর্মার সাথে, বিয়ে বাড়িতেই, অবাক ভক্তরা!

সম্প্রতি এই ভোজপুরি গানের জনপ্রিয় ভিডিওটি ‘কেশরী মুভি অ্যান্ড মিউজিক’ নামক ইউটিউব চ্যানেল থেকে ১০ মাস আগে সোশ্যাল মিডিয়ার বাতাস শেয়ার করে নেওয়া হয়েছে, যার ভিউজ এখন কথা বলছে লাখে। ইতিমধ্যেই এই জনপ্রিয় ভোজপুরি ভিডিওটি ২৬ লাখ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য গানটির কথা দিয়েছেন পেয়ারে লাল যাদব ও আজাদ সিং। গানটি গেয়েছেন খোদ কেশরী লাল যাদব ও খুশবু জৈন। গানটির সুর দিয়েছেন মধুকর আনান্দ।

আরও পড়ুন -  State Police: প্রেমিককে অন্তরঙ্গ মুহূর্তের ছবি পাঠানো বন্ধ করুন, নিষেধ করছে রাজ্য পুলিশ