VIRAL: শিক্ষিকার উদ্দাম নাচ ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ক্লাসরুমে, নিন্দার ঝড়, ভাইরাল ভিডিও

Published By: Khabar India Online | Published On:

এবার দেখা গেল শিক্ষিকাকে ছাত্রের সাথে উদ্দাম নাচ করতে।

সাধারণতঃ শিক্ষয়িত্রী হন মাতৃসমা। শিক্ষয়িত্রীর চোখ হয়তো সবসময় মোটা কাঁচের আড়ালে থাকে না। কিন্তু স্কুলজীবনের শেষে কখনও পড়ন্ত বেলায় যদি দেখা হয়ে যায় তাঁর সাথে, সেই আশীর্বাদের হাত নেমে আসে মাথার উপর।

আরও পড়ুন -  Web Series: রোমান্সে ভরপুর এই ওয়েব সিরিজটি, ‘উল্লু’তে রিলিজ করেছে, আগে সব কিছু বন্ধ করুন, তারপর চোখ রাখুন এই সিরিজে

 বর্তমানে হিসাবগুলি বড্ড ওলোট-পালোট হয়ে যাচ্ছে। শিক্ষিকার সাথে ছাত্রের উদ্দাম নাচের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাসরুমের মধ্যেই ‘আশিকি 2’ ফিল্মে অরিজিৎ সিং (Arijit Singh)এর গাওয়া বিখ্যাত গান ‘তুম হি হো’-র সাথে রোম‍্যান্টিক নাচে মত্ত শিক্ষিকা ও ছাত্র। ছাত্রের পরনে স্কুলের পোশাক থাকলেও শিক্ষিকার পরনে রয়েছে নীল রঙের শাড়ি।

আরও পড়ুন -  Dev-Prosenjit: অনুরোধ দেব-প্রসেনজিৎ, শুটিং চলাকালীন ছবি ফেসবুকে দেবেন না

শিক্ষিকা-ছাত্র জুটির চিয়ারলিডার হল ক্লাসের অপর ছাত্র-ছাত্রীরা। তারা হাততালি দিয়ে, চিৎকার করে উৎসাহ দিচ্ছে এই জুটিকে। ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথেই নেটদুনিয়ায় জন্ম হয়েছে বিতর্কের যা অত্যন্ত স্বাভাবিক। অনেকের মতে, ওই শিক্ষিকা ক্লাসরুমের মধ্যে নাচ করে ঠিক করেননি। এতে তাঁর ছাত্রছাত্রীদের উপর প্রভাব পড়তে পারে। অনেকের মতে, ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক-শিক্ষিকাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত।

আরও পড়ুন -  First Dose: কোভিড টিকাকরণের প্রথম ডোজ প্রত্যেকে নেওয়ায়, প্রধানমন্ত্রী দেবভূমির জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন