Vice President Election: এনডিএ প্রার্থী জগদীপ ধনকড় এগিয়ে, উপরাষ্ট্রপতি নির্বাচন

Published By: Khabar India Online | Published On:

 শনিবার সকাল ১০টায় শুরু হয় ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে এনডিএর প্রার্থী হিসেবে লড়ছেন জগদীপ ধনকড়।

 বিরোধীদের সমর্থিত প্রার্থী মার্গারেট আলভা। এবারও খাতা-কলমে অনেকটাই এগিয়ে এনডিএর প্রার্থী জগদীপ ধনকড়। বিরোধীদের সমর্থিত প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে তার জয় অনেকটাই নিশ্চিত। এনডিটিভি   প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন -  আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল ও কেন্দ্রশাসিত পণ্ডিচেরীতে নির্বাচনের সময় অর্থবল প্রতিহত করতে নির্বাচন কমিশনের সক্রিয় ভূমিকা

সংসদের দুই কক্ষের মোট ৭৮৮ জন সদস্য আজ গোপন ব্যালটে ঠিক করবেন দেশের উপরাষ্ট্রপতির ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,মোনমেহন সিং সহ বড় বড় নেতারা তাদের ভোট দিয়েছেন।

শনিবার বিকেল ৫টায় শেষ হবে ভোটগ্রহণ পর্ব। সন্ধ্যায় জানানো হবে ফলাফল। উপরাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ আগামী ১১ আগস্ট।

আরও পড়ুন -  Vice President Of India: ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন জগদীপ ধনকড়

প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করে বড় চমক দিয়েছিল এনডিএ। জনতা দল (ইউনাইটেড), ওয়াইএসআরসিপি, বিএসপি, এআইএডিএমকে এবং শিব সেনার সমর্থন রয়েছে তার পাশে।

আরও পড়ুন -  VIDEO: দুর্দান্ত নাচ পাকিস্তানি মেয়ের, ‘মানিকে’, পিছনে ফেলেছে নোরা ফাতেহিকে, ভিডিও দেখুন

অন্যদিকে কংগ্রেস, আপ, মিম, টিআরএস এবং জেএমএমকের সর্মথন পেয়েছেন রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল মার্গারেট আলভা।

 এই লড়াইয়ে শেষ পর্যন্ত বিরত থাকার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। লোকসভার ২৩ এবং রাজ্যসভার ১৬ সাংসদ উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনো ভূমিকা নেবেন না।