Kriti Sanon: কৃতী শ্যাননের আপত্তি নেই ঘনিষ্ঠ হতে, দীপিকার সঙ্গে

Published By: Khabar India Online | Published On:

 ফেব্রুয়ারি মাসে অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং হয়েছিল ‘গেহরাইয়াঁ’। ফিল্মে দীপিকা ও সিদ্ধান্ত চতুর্বেদী (Sidhdhant Chaturvedi)র একাধিক অন্তরঙ্গ দৃশ্য ছিল। ফলে রীতিমত কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন দীপিকা। এবার কৃতী শ‍্যানন (Kriti Sanon) বললেন, তিনি দীপিকার সাথে সমকামী চরিত্রে অভিনয় করবেন।

আরও পড়ুন -  Web Series: গোপনে খেলা করলেন বৌদি অন্য পুরুষের শরীর নিয়ে, কিন্তু প্রাইভেসি নিয়ে দেখবেন সিরিজটি

সম্প্রতি মিজওয়ান র‌্যাম্প শোয়ে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্র (Manish Malhotra)র ডিজাইন করা পোশাকে হাতে হাত রেখে র‌্যাম্পে হেঁটেছেন রণবীর সিং (Ranveer Singh) ও দীপিকা। নকশা কাটা পোশাকে খচিত ছিল হীরেও। শোয়ের শো-স্টপার হিসাবে এদিন র‌্যাম্পে হেঁটেছেন রণবীর ও দীপিকা।

আরও পড়ুন -  Deepika Padukone: দীপিকা, বিশ্বকাপ ট্রফি উন্মোচন করবেন, মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক

 দীপিকাকে দেখার পর একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে কৃতী তাঁর প্রশংসা করতে গিয়ে বলেন, যদি কোনও সমকামী নারীর চরিত্রে কখনও অভিনয়ের সুযোগ আসে, তাহলে তিনি কাজ করতে চাইবেন দীপিকার সাথে। তাঁর মতে, দীপিকা অসাধারণ। তাঁর এক অদ্ভুত আকর্ষণ ক্ষমতা রয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Kriti (@kritisanon)