Arpita Mukherjee: সময়ে সব জানতে পারবেন, অর্পিতা

Published By: Khabar India Online | Published On:

গত বুধবার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে মেডিক্যাল টেস্টের জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে ইডি আদালতে পেশ করা হয়। তার আগে সাংবাদিকদের ছুঁড়ে দেওয়া প্রশ্নের উত্তরে অর্পিতা ঘাড় ঘুরিয়ে বলেন সময়ে সব জানতে পারবেন।

আরও পড়ুন -  Partha-Arpita: অর্পিতা মুখোপাধ্যায় ঠকিয়েছেন, পার্থকে পেয়ে

যেই অর্পিতা ইডি র গাড়ি থেকে নামতেই চায়নি। কাঁদতে কাঁদতে এক নাটকীয় মুহূর্ত তৈরি করে, সেই অর্পিতা এদিন বলেই দেন সময় এলে সব জানতে পারবেন। অর্পিতার জন্য প্রশ্ন ছিল, টাকা কার? প্রথমত, এই অর্পিতা বলেন টাকা আমার নয়। পার্থ বাবুর লোকেরা এসে টাকা রেখে যেত। আমার টাকা ধরা বারণ।

আরও পড়ুন -  SSC Scam: ‘অপা’ র ৮ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হল, ED-র নজরে এবার পার্থঘনিষ্ঠ ছাত্রনেতা

 এদিন পার্থ বাবু একেবারেই চুপ ছিলেন। তিনি প্রথম দিকে একবার বলেন, আমি ষড়যন্ত্রের শিকার।

অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি ছাড়াও ইডি তল্লাশি করে পেয়েছে, প্রচুর সোনার গহনা, সোনার বার, মূর্তি, ৩১ টি জীবন বীমা যার নমিনি পার্থ চট্টোপাধ্যায়, শান্তিনিকেতনের অপা বাড়ি, একাধিক বেনামী সম্পত্তি,ভুয়ো জি এস টি নম্বর সহ একাধিক জাল কাগজ ও নথি।

আরও পড়ুন -  Arpita Mukherjee: অর্পিতার মা, মেয়েকে নিয়ে কি বললেন?