অনুরোধ জানালেন আমির খান

Published By: Khabar India Online | Published On:

 মুক্তি পেতে যাচ্ছে বলিউড তারকা আমির খানের নতুন ও বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’।

অন্তর্জালে আসা ট্রেলার ও গানে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। তবে ছবিটির ট্রেলার দেখার পর হতাশ হয়ে পড়েছে দর্শকরা। ইতিমধ্যে ছবির কিছু দৃশ্য নিয়ে তৈরি হয়ে বিতর্ক। ছবিটি বয়কট করারও ঘোষণা করেছেন  নেটিজেনদের একাংশ।

টুইটারে নেটিজেনরা লিখেছেন, বয়কট আমির খান, বয়কট ‘লাল সিং চাড্ডা’। নেটিজেনদের এমন আচরণ ভেঙে পড়েছেন আমির খান।

আরও পড়ুন -  শোলাঙ্কি রায় কি জানালেন?

 সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, ‘আমি মর্মাহত। অনেকেই ভাবছেন আমি ভারতকে অপছন্দ করি। কিন্তু এটা একেবারেই ভুল ভাবনা তাদের। আমি সকলকে অনুরোধ করব, এই সিনেমাটি বয়কট করবেন না। দয়া করে আমার ছবিটি দেখুন’।

 গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, টুইটারে আমির খানের ছবি বয়কট ঘোষণার কারণ একটি পুরনো সাক্ষাৎকার। ২০১৫ সালে দেওয়া ওই সাক্ষাৎকারের একটি অংশ সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে। সেখানে আমির বলেছিলেন, ভারত এমনিতে খুব সহিষ্ণু দেশ হলেও কিছু মানুষ আছেন যারা ইচ্ছাকৃত ভাবে ঘৃণা, হিংসা ছড়ান।

আরও পড়ুন -  Taylor Swift: জনপ্রিয় পপতারকা থেকে নায়িকা হলেন টেলর সুইফট

শুধু তাই নয়, তিনি আরও বলেছিলেন, দেশের পরিস্থিতির জন‍্য প্রাক্তন স্ত্রী কিরণ রাও নাকি সন্তানদের নিয়ে ভারত ছেড়ে চলে যেতে চান। এই মন্তব‍্য নিয়ে ব‍্যাপক সমালোচনা হয়েছিল তখন। সেই ভিডিওর অংশটুকু নিয়ে আবারও কটাক্ষের শিকার হলেন আমির। নেটিজেনরা লিখেছেন, যে দেশে তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন, সেখানে তার ছবি মুক্তি পাওয়ার কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন -  Government Scheme: এবার ৩০০০ টাকা ঢুকবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, দুর্দান্ত যোজনা সরকারের

১১ আগস্ট বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘লাল সিং চাড্ডা’। আমিরের বিপরীতে দেখা যাবে করিনা কাপুর খানকেও।