Happily Coughing: কি করবেন? খুশখুশে কাশি হলে

Published By: Khabar India Online | Published On:

 গরম, অবস্থা নাজেহাল। এই সময় অনেকেরই ঠান্ডা লেগে যায়, তার জন্য খুশখুশে কাশি এবং জ্বর হয়।

*   কুসুম গরম জল পান করুন। ঠান্ডা জল একদমই নয়।

  •  পর পর গ্রিন-টি পান করতে পারেন। তাতে গলায় আরাম পাবেন।
  • সাথে কিছু লবঙ্গ রাখুন। যখন গলা খুশখুশ করবে মুখে এক টুকরা লবঙ্গ রাখুন।
  • আদার টুকরো লবণ দিয়ে খেতে পারেন। বেশ কার্যকরী।
  • ১ চামচ হলুদ এর সঙ্গে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো নিয়ে চা বানিয়ে খেতে পারেন খুব ভালো।
  • আদা চা কাশির জন্য বেশ উপকার।
  • সারাদিনে তিন থেকে চারবার এক টেবিল চামচ মধু খেতে পারেন।
  • আদা দিয়ে জল ফুটিয়ে ছেকে নিন। এই জলের সাথে নুন মিশিয়ে গারগেল করুন। তাতে খুশখুশ ভাব দূর হবে।
  • খুশখুশে কাশি কমাতে তুলসী পাতার রসের সঙ্গে একটু আদার রস ও মধু মিশিয়ে খেতে পারেন খুব কার্যকরী।
আরও পড়ুন -  IND vs SL: দলের বাইরে যাবেন পন্থ, সুযোগ পেতে পারেন বিধ্বংসী এই ব্যাটসম্যান, শ্রীলংকার বিরুদ্ধে