Pilot: পাইলটের রহস্যময় মৃত্যু, মাঝ আকাশ থেকে পড়ে

Published By: Khabar India Online | Published On:

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশ থেকে পড়ে এক পাইলটের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, প্লেন চলন্ত অবস্থায় সে লাফ দিয়েছে অথবা পড়ে গেছে।

শুক্রবার নর্থ ক্যারোলিনায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্মকর্তারা। রবিবার (৩১ জুলাই) ফক্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন -  Jamal Khashoggi: সৌদি যুবরাজকে দায়মুক্তি দিলো যুক্তরাষ্ট্র, খাশোগি হত্যাকাণ্ডে

ডব্লিউআরএএলের প্রতিবেদনে বলা হয়, চার্লস হিউ ক্রুকসসহ প্লেনটিতে আরও একজন পাইলট ছিলেন। ১০ জন ধারণ ক্ষমতার প্লেনটিতে অন্য কোনো লোক ছিল না। এটি অবতরণের পর প্লেনটিতে চার্লসকে পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, চার্লস কোনো প্যারাসুট ছাড়াই প্লেন থেকে লাফ দিয়েছে না হয় পড়ে গেছে। ঘটনার পর কো-পাইলট নিরাপদে প্লেনটিকে অবতরণ করাতে সক্ষম হন। যদিও অবতরণের আগে ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় এটির একটি চাকায় সমস্যা দেখা দিয়েছে।

আরও পড়ুন -  Snow Storm: জরুরি অবস্থা জারি, তুষারঝড়ের কবলে নিউইয়র্ক

প্লেনটি অবতরণের সময় অনেকেই সেখানে ছিলেন। অন্যান্য বেশ কয়েকজন কর্মকর্তা চার্লসের মরদেহের সন্ধান করছেন।

 সন্ধ্যা সাতটার দিকে ফুকুয়ে-ভারিনা আবাসিক এলাকার পেছনের বনে তার মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন -  Weather Forecast: তাপপ্রবাহ! সতর্কতা জেলায় জেলায়, স্বস্তির বৃষ্টি কবে?

পুলিশ বলেছে, মরদেহটি একটি বাড়ি থেকে প্রায় ৩০ থেকে ৪০ ফুট দূরে নেমে আসে। পরে সেখানের বাসিন্দারা পুলিশ কর্মকর্তাদের জানায়। ছবি প্রতীকী।