VIRAL: বোল্ড আউট নেটজনতা, রবি কিসান ও অঞ্জনা সিং এর কিলার এক্সপ্রেশনে, ভিডিও দেখুন

Published By: Khabar India Online | Published On:

বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

 ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি সুপারস্টার রবি কিষানের নামটা শুনেছেন। সম্প্রতি প্রকাশ পাওয়া তাঁর একটি গান ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

আরও পড়ুন -  এই ওয়েব সিরিজ ১৮+ এর জন্য, বড়দের ঘুম চটকে যাবে

কিছুদিন আগেই ভোজপুরি সুপারস্টার রবি কিসান এবং অভিনেত্রী অঞ্জনা সিং একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। গানটির নাম, “সাইয়া দেখি না অ্যইসে নাজার সে”। এই পুরো মিউজিক ভিডিওতে অঞ্জনা সিংকে, রবি কিশানের সাথে রোমান্টিক ডান্স করতে দেখা গিয়েছে। গানের তালে বৃষ্টিস্নাত অবস্থায় দুজনের অন্তরঙ্গ দৃশ্য রীতিমতো গানটির উষ্ণতা বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন -  Gori Nagori: চরম সাহসিকতা দেখালেন গোরি নাগরী ‘আঁখ মারে’ গানে, ঘুম উড়িয়েছে বৃদ্ধদেরও

গোটা মিউজিক ভিডিওতে দুজনেই বৃষ্টিস্নাত অবস্থায় সাদা পাতলা পোশাক পরে শুট করেন। গানের মাঝে তাঁদের অন্তরঙ্গ দৃশ্য হোক কি লিপলক সিন সবই মন জয় করে নিয়েছে নেটিজেনদের। এছাড়া বৃষ্টিতে ভিজে অভিনেত্রীকে যে বেশ হট লাগছিল, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি গানের তালে অভিনেত্রী কাতিল এক্সপ্রেশন বোল্ড আউট করেছে দর্শকদের। এই গানের ভিডিও ইন্টারনেটে আসতেই তা মুহুর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে।

আরও পড়ুন -  আম্রপালি, নিরহুয়াকে তুলে মাঝরাতে এই কাজ করলেন, পুরুষ ভক্তদের মন কাড়ল

বর্তমানে এই মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রায় ১৭ মিলিয়নের বেশি মানুষ দেখেছেন। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। আসলে ইউটিউবে ভোজপুরি গান মাঝেমাঝেই ভাইরাল হয়।