VIRAL: বোল্ড আউট নেটজনতা, রবি কিসান ও অঞ্জনা সিং এর কিলার এক্সপ্রেশনে, ভিডিও দেখুন

Published By: Khabar India Online | Published On:

বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

 ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি সুপারস্টার রবি কিষানের নামটা শুনেছেন। সম্প্রতি প্রকাশ পাওয়া তাঁর একটি গান ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

আরও পড়ুন -  জগন্নাথ দেবের মহাপ্রসাদ এবার থেকে বিনামূল্যে দেওয়া হবে, সিদ্ধান্ত ওড়িশা সরকারের

কিছুদিন আগেই ভোজপুরি সুপারস্টার রবি কিসান এবং অভিনেত্রী অঞ্জনা সিং একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। গানটির নাম, “সাইয়া দেখি না অ্যইসে নাজার সে”। এই পুরো মিউজিক ভিডিওতে অঞ্জনা সিংকে, রবি কিশানের সাথে রোমান্টিক ডান্স করতে দেখা গিয়েছে। গানের তালে বৃষ্টিস্নাত অবস্থায় দুজনের অন্তরঙ্গ দৃশ্য রীতিমতো গানটির উষ্ণতা বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন -  Durga Pujo-2022: শিলিগুড়ির নর্থ সিটির প্রথম বর্ষ শারদ উৎসবের উদ্বোধন করলেন, মেয়র গৌতম দেব

গোটা মিউজিক ভিডিওতে দুজনেই বৃষ্টিস্নাত অবস্থায় সাদা পাতলা পোশাক পরে শুট করেন। গানের মাঝে তাঁদের অন্তরঙ্গ দৃশ্য হোক কি লিপলক সিন সবই মন জয় করে নিয়েছে নেটিজেনদের। এছাড়া বৃষ্টিতে ভিজে অভিনেত্রীকে যে বেশ হট লাগছিল, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি গানের তালে অভিনেত্রী কাতিল এক্সপ্রেশন বোল্ড আউট করেছে দর্শকদের। এই গানের ভিডিও ইন্টারনেটে আসতেই তা মুহুর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে।

আরও পড়ুন -  Jio 5G প্ল্যান: ২০০ টাকার কমে আনলিমিটেড 5G ইন্টারনেট, কলিং ও ডেটা অফার

বর্তমানে এই মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রায় ১৭ মিলিয়নের বেশি মানুষ দেখেছেন। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। আসলে ইউটিউবে ভোজপুরি গান মাঝেমাঝেই ভাইরাল হয়।