বাবার সামনে এমন কিছু করতে চান না যেখানে বাবা দুঃখ পান বা রাগ করেন। সেরকমই রবিনা/ রাভিনা নিজেও বাবার ভয়ে একবার শ্যুটিং বানচাল করে দিতে চেয়েছিলেন।
সিনেমার নাম Mohra। অক্ষয় কুমারের বিপরীতে ছিলেন রবিনা। ১৯৯৪ সালে মুক্তি পায় সিনেমাটি। সেই সময় হিন্দি সিনেমায় বিশেষ ঘনিষ্ট দৃশ্য দেখা যেত না।
আজকের দিনের মতো এতটা বোল্ড দৃশ্য হতো না। যেটুকু না থাকলে নয় তাই দিয়ে দর্শকদের মনোরঞ্জন করা হত। কিন্তু, Mohra তে তেমন কোনো বোল্ড দৃশ্য না থাকলেও গানের দৃশ্য একটু বেশিই উষ্ণতা দেখা গেছিলো।
বৃষ্টিতে ভিজে অক্ষয় কুমারের সঙ্গে অন্তরঙ্গ হতে চাননি রবিনা। প্রথমত, অভিনেত্রীর পিরিয়ড চলছিল এবং দ্বিতীয়ত তার বাবার ভয়ে তিনি এই দৃশ্য করতে একেবারেই রাজি ছিলেন না। মুম্বই সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন যে, উত্তেজক দৃশ্যে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এই গানে অশ্লীল ইঙ্গিত না থাকলেও বৃষ্টিভেজা মাখোমাখো রসায়ন তাকে অস্বস্তিতে ফেলেছিল।