Arpita Mukherjee: অর্পিতার মা, মেয়েকে নিয়ে কি বললেন?

Published By: Khabar India Online | Published On:

গত শুক্রবার রাত থেকে বদলে গিয়েছে বেলঘরিয়ার দেওয়ানপাড়ার বাসিন্দা মিনতি মুখোপাধ্যায় (Minati Mukherjee)র। মেয়ে অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)র রক্ষিতা, এই কথা ঘুণাক্ষরেও জানতেন না মিনতি। তাঁর সাফ কথা, মেয়ের কেলেঙ্কারি জানলে অনেক আগেই বিয়ের ব্যবস্থা করতেন।

আরও পড়ুন -  পার্থ-অর্পিতা প্রকাশ্যে ভালবাসায় মজলেন, ৬ মাস পর মিলন, রাজ্যবাসী মাখামাখি প্রেম দেখে তোলপাড়

দেওয়ানপাড়ার বাড়িতে থাকেন অসুস্থ মিনতি। বাড়ির দেওয়ালে দীনতার ছাপ স্পষ্ট। শুক্রবার রাত থেকে টিভি ও পরদিন থেকে খবরের কাগজের মাধ্যমে মেয়ের খবর জানতে পারছেন মিনতি। বার্ধক্যজনিত অসুস্থতা।

আরও পড়ুন -  Zelensky Warns: জেলেনস্কি সতর্ক করেছেন, নতুন করে রাশিয়ান হামলার

বর্তমানে মানসিক ভাবেও ভেঙে পড়েছেন মিনতি। তিনি জানিয়েছেন, তৃণমূলের কয়েকজন সদস্য তাঁর বাড়িতে এলেও পার্থ কোনোদিন আসেননি। এদিন ইডির তদন্ত আধিকারিকরা মিনতির বেলঘরিয়ার বাড়ি সার্চ করে কিছুই পাননি। অর্পিতার বাবা ছিলেন সরকারি চাকুরে। মিনতিও ছোটখাট চাকরি করতেন। অত্যন্ত কষ্ট করে দুই মেয়েকে বড় করেছেন। অর্পিতা তাঁর মায়ের যত্ন করতেন।

আরও পড়ুন -  Anjali Arora: অবিশ্বাস্য কায়দায় “গুলাবি শাড়ি” গানে নাচ করলেন অঞ্জলি অরোরা, Viral Video দেখে নিন