Hair Straight: মেথি সোজা রাখবে চুল

Published By: Khabar India Online | Published On:

চুল সৌন্দর্যকে ধরে রাখার জন্য প্রয়োজন বিশেষ যত্ন। অনেকেই চুল সোজা এবং সিল্কি রাখার জন্য রিবংডিং করে। নানান রকম হিট ট্রিটমেন্ট নিয়ে থাকি, এটা চুলের জন্য ক্ষতিকর।

হিট ট্রিটমেন্ট এবং পার্লারের ঝামেলা ছাড়াই ঘরোয়া ভাবেই চুল সোজা এবং সিল্কি করতে পারবেন মেথি দিয়ে।

আরও পড়ুন -  Tesla Shares: এলন মাস্ক, টেসলার ৪০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন

আমরা মেথি সম্পর্কে জানি। মেথি হল একটি বর্ষজীবী পাতার গাছ। অনেকেই শখ করে মেথির শাক খেয়ে থাকে।

 ওষুধ তৈরিতেও এর ব্যবহার দেখা যায়। মেথির বিজ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হেয়ার প্যাক আপনার হারিয়ে যাওয়া চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে।

আরও পড়ুন -  ‘থাপ্পড় থেরাপি’

মেথি দিয়ে হেয়ার প্যাক তৈরি করার জন্য সারারাত মেথি জলেতে ভিজিয়ে রাখুন। পরদিন মেথি বেটে অথবা ব্ল্যান্ড করে পেস্ট করতে হবে।

 মেথি বাটা চুলের গোড়া সহ সমস্ত চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। সাথে ২ চামচ টক দই মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে করে আরও ভালো উপকার পাবেন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ভালো করে চুল পরিষ্কার করে নিন। সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করবেন।

আরও পড়ুন -  Ayushman Card: বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার, বানিয়ে ফেলুন এই কার্ড, জানুন এই নিয়ম

মেথির এই হেয়ার প্যাক চুল সোজা এবং সিল্কি করার পাশাপাশি চুল অকালে পেকে যাওয়ার সমস্যা রোধ করতে সাহায্য করে।