Hair Straight: মেথি সোজা রাখবে চুল

Published By: Khabar India Online | Published On:

চুল সৌন্দর্যকে ধরে রাখার জন্য প্রয়োজন বিশেষ যত্ন। অনেকেই চুল সোজা এবং সিল্কি রাখার জন্য রিবংডিং করে। নানান রকম হিট ট্রিটমেন্ট নিয়ে থাকি, এটা চুলের জন্য ক্ষতিকর।

হিট ট্রিটমেন্ট এবং পার্লারের ঝামেলা ছাড়াই ঘরোয়া ভাবেই চুল সোজা এবং সিল্কি করতে পারবেন মেথি দিয়ে।

আরও পড়ুন -  Prime Minister Shri Narendra Modi: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পিএম আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন-এর সূচনা করেছেন

আমরা মেথি সম্পর্কে জানি। মেথি হল একটি বর্ষজীবী পাতার গাছ। অনেকেই শখ করে মেথির শাক খেয়ে থাকে।

 ওষুধ তৈরিতেও এর ব্যবহার দেখা যায়। মেথির বিজ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হেয়ার প্যাক আপনার হারিয়ে যাওয়া চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে।

আরও পড়ুন -  পথ দেখাচ্ছে জঙ্গলমহল, এলাকায় হাইপোক্লোরাইড দিয়ে স্যানিটাইজার করা হচ্ছে

মেথি দিয়ে হেয়ার প্যাক তৈরি করার জন্য সারারাত মেথি জলেতে ভিজিয়ে রাখুন। পরদিন মেথি বেটে অথবা ব্ল্যান্ড করে পেস্ট করতে হবে।

 মেথি বাটা চুলের গোড়া সহ সমস্ত চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। সাথে ২ চামচ টক দই মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে করে আরও ভালো উপকার পাবেন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ভালো করে চুল পরিষ্কার করে নিন। সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করবেন।

আরও পড়ুন -  Skin Care Tips: মেখে ফেলুন এক টুকরো হলুদ সরস্বতী পুজোর আগের দিনে, জেনে নিন এর উপকার

মেথির এই হেয়ার প্যাক চুল সোজা এবং সিল্কি করার পাশাপাশি চুল অকালে পেকে যাওয়ার সমস্যা রোধ করতে সাহায্য করে।