Pooja Banerjee: পূজা ব্যানার্জি, এবার ঢাকার গানে

Published By: Khabar India Online | Published On:

 আন্তর্জাতিক মানসম্পন্ন গান ও তার চিত্রায়ণে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী শ্রোতাদের মাতিয়ে তুলছে টিএম রেকর্ডস। প্রকাশিত হল তাদের নতুন গান ‘চল রাতকে করি ভোর’।

তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে নতুন এ গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী হাসিব। ‘চলকে রাতকে করি ভোর, আমি হয়ে গেছি তোর’-এমন কথার রোমান্টিক গানটির ভিডিওতে বাংলাদেশি সুপারমডেল নিবির এর সঙ্গী হয়েছেন টলিউডের হার্টথ্রব সেনসেশন পূজা ব্যানার্জি।

আরও পড়ুন -  স্বল্প পোশাকে, নোরা তাঁর নৃত্যশৈলীর মাধ্যমে নেটিজেনদের হৃদয় জয় করলেন, ভিডিও ভাইরাল !

টিএম রেকর্ডস-এ নিজের প্রকাশিত প্রথম গানে উচ্ছ্বসিত সংগীতশিল্পী হাসিব। তিনি বলেন, “আমার শুরুটা যেহেতু ব্যান্ড থেকে এই গানটা আমার জনরার সঙ্গে খুব যায়। এরকম একটা ফাঙ্কি পপ গান পেয়েছি তাই অন্যরকম ভালো লাগা ও প্রত্যাশা কাজ করছে। গানটি তৈরি করেছেন কৌশিক হোসেন তাপস, তাঁর নিজস্ব নির্মাণ পদ্ধতিতে।

আড্ডা দিতে দিতেই চোখের সামনে আমাদের সবাইকে মুগ্ধ করে দিয়ে উপস্থিত কথায় যথাযথ সুর বসিয়ে দিলেন। তারপর গানটি আমাকে উপহার দিলেন। আমি খুবই কৃতজ্ঞ এবং গর্বিত এ জন্য যে আমি টিএম পরিবারের একজন সদস্য এবং আমার এ মানের একটি গান প্রকাশিত হল।”

আরও পড়ুন -  Janhvi Kapoor: হট লুক, উন্মুক্ত ক্লিভেজ, জাহ্নবী নেটিজেনদের ঘুম কাড়লেন!

গানের মিউজিক ভিডিও প্রযোজনা ও এর স্টাইলিং করেছেন ফারজানা মুন্নী। গানের দৃশ্যায়ণ প্রসঙ্গে হাসিব বলেন, “একজন শিল্পীর জন্য একটা গানের মিউজিক ভিডিও এমন বিপুল বাজেটের এমন উচ্চতার হতে পারে যা ফারজানা মুন্নী ভাবির জন্য আমরা পাচ্ছি। তারমতো একজন ফ্যাশন আইকনের কাছ থেকে বাংলাদেশ এমন কিছু মিউজিক ভিডিও পাচ্ছে তা আমাদের সংগীতাঙ্গনের জন্য আশীর্বাদ।”

আরও পড়ুন -  Mallikarjun Kharge: মল্লিকার্জুন খাড়গে চ্যালেঞ্জ, কংগ্রেস নেতৃত্বাধীন সরকার হবে ২০২৪ সালে

 একের পর এক চমকে দেয়া গান নিয়ে হাজির হচ্ছে টিএম রেকর্ডস। প্রকাশিত গানটি স্পর্শ করেছে কোটি শ্রোতার হৃদয়।