Ice: ত্বকের যত্নে বরফ, প্রচণ্ড গরমে

Published By: Khabar India Online | Published On:

প্রচণ্ড গরমে ত্বকের একটু বাড়তি খেয়াল রাখা দরকার। এক টুকরা বরফ হতে পারে এই গরমে আপনার ত্বকের যত্নের জন্য সমাধান।

উজ্জ্বলতা ধরে রাখতে সহায়তা করে বরফ। প্রতিদিন পরিষ্কার ত্বকে এক টুকরো আইস কিউব হালকা করে ঘষে লাগিয়ে নিন। আইস এর ব্যবহার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। তাতে ত্বক আরও উজ্জ্বল দেখায়। গরমে ত্বক মসৃণ রাখার জন্য তরল দুধ আইস কিউব করে ব্যবহার করতে পারেন। এটি ত্বককে কোমল করার পাশাপাশি ত্বকের ডেড স্কিন পরিষ্কার করে।

আরও পড়ুন -  Mamata Banerjee: চা বানালেন মুখ্যমন্ত্রী, শান্তিনিকেতনের একটি চায়ের দোকানে

রোদের প্রচণ্ড তাপের কারণে ত্বকে চলে আসে এক লালচে ভাব। প্রতিদিন ত্বকে বরফ ম্যাসাজ করতে পারেন।

ত্বকের তৈলাক্ত ভাব কমাতেও বরফ খুব ভালো কাজ করে। গরমের সময় ব্রণ, ঘামাচি এবং চুলকানি সমস্যা বেশি দেখা যায়।

আরও পড়ুন -  No Sleep At Night: রাতে ঘুম নেই, দিনে ঘুম পাচ্ছে, সমাধান জেনে নিন

চোখের নিচের কালো দাগ এবং ফোলা ভাব কমাতে খুব ভালো কাজ করে বরফ। একটি গ্রিন টি প্যাকেট জলেতে ভিজিয়ে রেখে সেই জল ফিজে রেখে আইস কিউব করে নিন। তারপর প্রতিদিন একটি করে আইস কিউব চোখের চারপাশে লাগিয়ে নিন। কেল্লাফতে।

আরও পড়ুন -  Local Trains Cancelled: একাধিক লোকাল ট্রেন বাতিল, মেট্রো করিডরের কাজের জন্য

গরমে মেকআপ করা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা পোহাতে হয় । তাই মেকআপ করার আগে এক টুকরো বরফ ত্বকে ঘষে নিয়ে তারপর মেকআপ করুন।