Deepika Padukone: ‘পাঠান’ লুক প্রকাশ্যে এলো, দীপিকার

Published By: Khabar India Online | Published On:

 অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’ ছবির ফার্স্ট লুক। সামাজিক মাধ্যমে দীপিকার লুকের টিজার শেয়ার করেছেন শাহরুখ খান।

ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘আপনাকে মারতে তার বুলেটের প্রয়োজন নেই! পাঠান ছবিতে দীপিকা। ২০২৩ সালের ২৫ জানুয়ারি আসছে। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।’

আরও পড়ুন -  কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলিকে লকডাউন করার পরামর্শ দিল দেশের শীর্ষ আদালত

দীপিকার প্রথম ঝলক দেখে ‘পাঠান’ দেখার আগ্রহ যেন আরও বেড়ে গেছে ভক্তদের। কেউ কেউ বলছেন, এই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরবেন শাহরুখ। ছবিটিকে ঘিরে সিনেমাপ্রেমীদের উত্তেজনাও বেশি।

আরও পড়ুন -  Drug Case: জেলের কোনো খাবার খাচ্ছেনা আরিয়ান !

‘পাঠান’ সিনেমাটিতে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনকে দেখা যাবে ভারতীয় গুপ্তচর সংস্থার অফিসারের ভূমিকায়। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই অ্যাকশন থ্রিলার ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।

আরও পড়ুন -  Vicky-Katrina: নতুন বউকে নিয়ে আলাদা সংসার পাতলেন ভিকি কৌশল