Ranveer-Rakhi: রাখি সাওয়ান্তের প্রতিক্রিয়া, রণবীরকে নগ্ন দেখে কি জানালেন ?

Published By: Khabar India Online | Published On:

রণবীর সিং (Ranveer Singh)। তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। টলিউডের মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) বলেছেন, রণবীরের নগ্নতাকে সাহস বলে কুর্ণিশ জানানো হচ্ছে। অথচ নারী নগ্ন হলেই তাঁকে পতিতার আখ্যা দেওয়া হয়। এই বৈষম্যের বিরুদ্ধে বিস্ফোরক মিমি।

আরও পড়ুন -  মালদা জেলা সংশোধনাগার থেকে রহস্যজনক অবস্থায় এক বিচারাধীন বন্দীর দেহ উদ্ধার করলো পুলিশ

আবার রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) যেন তৈরিই ছিলেন এই বিষয়ে কথা বলার জন্য। ফলে পাপারাৎজিদের একাংশ রাখিকে ঘিরে ধরতেই মুখ খুললেন তিনি।

রাখি বলেছেন, রণবীরকে যাঁরা নগ্ন বলছেন, তাঁদের চোখের দৃষ্টি নগ্ন। রণবীর তাঁর বন্ধু। ফলে রাখি মেনে নেবেন না রণবীরকে নিয়ে সমালোচনা।

আরও পড়ুন -  স্কুল চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক স্কুল ছাত্রীর, ঘটনায় তীব্র চাঞ্চল্য

 তাঁর প্রেমিক আদিল খান দুরানি (Adil Khan Durani)কে তিনি এই অধিকার দেননি। আদিল এই ধরনের ছবি শেয়ার করলে পছন্দ করবেন না রাখি, তাও তিনি জানিয়ে দিলেন। রাখি রণবীরের ছবি সম্পর্কে শোনালেন সত্যি ঘটনা।

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)