অভিনেত্রী সঙ্গীতা ঘোষ মা হয়েছেন

Published By: Khabar India Online | Published On:

বিয়ের ১১ বছর পর কন্যা সন্তানের মুখ দেখলেন ব্যবসায়ি রাজি শৈলেন্দর সিং ও বাঙালি অভিনেত্রী সঙ্গীতা ঘোষ দম্পতি। সাত মাস আগেই মা হয়েছেন এই অভিনেত্রী। খবর এতদিন লুকিয়ে রেখেছিলেন।

গত বছর ডিসেম্বরের ২৫ তারিখে জন্ম হয় সঙ্গীতার কন্যার। সঙ্গীতার সন্তানের নাম রাখা হয়েছে দেবি।

আরও পড়ুন -  Basabdatta Chatterjee: অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় মা হলেন

হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে গত দু-দশক ধরে দাপিয়ে বেড়াচ্ছেন এই বঙ্গ তনয়া। ‘দেশ মে নিকলা হোগা চান্দ’, ‘দিব্য দৃষ্টি’, ‘পরবরিশ সিজন ২’-এর মতো শোতে কাজ করেছেন সঙ্গীতা।

 এক সাক্ষাৎকারে সঙ্গীতা ঘোষ বলেন, খুব কঠিন একটা সময় ছিল। প্রি-ম্যাচিওর বেবি হওয়ায় ওকে প্রায় ১৫ দিন এনআইসিইউতে রাখতে হয়েছিল। দেবি এখন খুব ভালো আছে।

আরও পড়ুন -  Twitter: ইলন মাস্ক, টুইটারের পরিচালনা পর্ষদে যোগ দিচ্ছেন না

তিনি বলেন, আমি ওকে কোলে নিয়ে গায়েত্রি মন্ত্র পাঠ করি। চোখ দুটো খুলে আমার দিকে যখন তাকায় সেই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।

 মেয়ের মা হওয়ার পর পরই কাজে ফিরেছেন অভিনেত্রী। কালার্সের মেগা সিরিয়াল ‘স্বর্ন ঘর’-এ দেখা যাচ্ছে তাকে। স্বামীর সাপোর্ট ছাড়া এমনটা সম্ভব হত না, জানান সঙ্গীতা। বিয়ের পর অভিনয় থেকে দীর্ঘদিনের বিরতি নিয়েছিলেন সঙ্গীতা।

আরও পড়ুন -  Horoscope: আজ ২৯শে জুলাই, রাশিফল জানুন