Philippine: সমাবর্তন অনুষ্ঠানে গুলিতে নিহত ৩, ফিলিপাইনে

Published By: Khabar India Online | Published On:

ফিলিপাইনের এক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলিতে প্রাক্তন মেয়রসহ মারা গেছেন তিনজন।

পুলিশের তথ্য বার্তাসংস্থা রয়টার্স জানায়, রবিবার ওই হামলার ঘটনা ঘটে। নিহত প্রাক্তন মেয়ের সমাবর্তনে যোগ দিতে আতেনেও ডি ম্যানিলা ইউনিভার্সিটিতে গিয়েছিলেন।

আরও পড়ুন -  Suchitra Sen: অন্তরালে থেকেও তিনিই মহানায়িকা, জন্মবার্ষিকী আজ

কুইজোন সিটি পুলিশের প্রধান রেমুস মেদিনা বলেছেন, দক্ষিণাঞ্চলের লামিটান শহরের প্রাক্তন মেয়র রোজ ফুরিগাকে হত্যার জন্যই ওই হামলা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

উল্লেখ্য, আতেনেও দে ম্যানিলা ফিলিপিন্সের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি।

আরও পড়ুন -  Texas School: ফেসবুকে বার্তা পাঠিয়েছিল, টেক্সাসের স্কুলে হত্যার আগে