Iran: মৃত্যু ১৮, ইরানে বন্যায়

Published By: Khabar India Online | Published On:

প্রবল বৃষ্টির কারণে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফার্সে দেখা দিয়েছে বন্যা। বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের থেকে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুন -  Pineapple: পুষ্টিগুণে ভরপুর আনারস, উপকারিতা অনেক

ফার্সের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলির আবদুল্লাহি জানান, এস্থাবানের সুলতান শাহবাজ গ্রামের কাছে তুমুল বৃষ্টির পর রডবল বাঁধ থেকে জল উপচে পড়ে।

হঠাৎ বন্যায় ১৫টি গাড়ি ডুবে গেছে। ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। অনেকে এখনো নিখোঁজ রয়েছে বলে জানান তিনি। ছবি: সংগৃহীত।

আরও পড়ুন -  অসম, বিহার ও উত্তরপ্রদেশে বন্যা দুর্গত মানুষদের সাহায্যের জন্য রেড ক্রস সোস্যাইটির পাঠানো ত্রাণ সামগ্রীর যাত্রার সূচনা করলেন রাষ্ট্রপতি