Mali: মালির রাজধানী বামাকোর প্রধান সামরিক ঘাঁটিতে গোলাগুলি

Published By: Khabar India Online | Published On:

মালির প্রধান সামরিক ঘাঁটিতে ঘণ্টাখানেক ধরে তুমুল গোলাগুলির শব্দ শোনা গেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে মালির রাজধানী বামাকোর বাইরে প্রধান সামরিক ঘাঁটিতে গোলাগুলির শব্দ শোনা যায়।

ঘাঁটিটির নাম প্রকাশে অনিচ্ছুক তিন বাসিন্দা বলেন, কাতিতে অবস্থিত এই সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলা হয়েছিল বলেই তারা সন্দেহ করছেন।

আরও পড়ুন -  ইতালি, ইউরো আয়োজন করতে উঠে পড়ে লেগেছে

পশ্চিম আফ্রিকার এই দেশটিতে আল-কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট জঙ্গিরা গত এক দশক ধরেই বেশ সক্রিয়।

কাতির এই সামরিক ঘাঁটি থেকেই ২০১২ ও ২০২২ সালে সেনারা বিদ্রোহ করেছিলেন, দুটি সফল অভ্যুত্থানেরও জন্ম দিয়েছিল। এবার সেনাদের মধ্যে গোলাগুলি হয়নি বলেই বাসিন্দাদের মনে হয়েছে।

আরও পড়ুন -  United States: বন্দুকধারীদের গুলিতে আহত ৯, যুক্তরাষ্ট্রে

সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গিরা মালির বিভিন্ন অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটিতে ধারাবাহিক হামলা চালিয়ে গেলেও রাজধানীর এত কাছে কখনোই হামলা চালাতে পারেনি।

কাতিতে কেন গোলাগুলি হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। মালির সামরিক বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা যায়নি। প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন -  Bus Ticket in App: পকেটে নেই খুচরো টাকা? এবার অ্যাপের মাধ্যমে কলকাতায় বাস টিকিট কাটুন!

গোলাগুলির শব্দ মিলিয়ে যাওয়ার পর ভোর ৬টার দিকে ঘাঁটিটির উপরে একাধিক হেলিকপ্টারকে চক্কর খেতে দেখা গেছে।