Om-Rekha: ওম পুরী-রেখা, অন্তরঙ্গ দৃশ্য জীবন্ত করতে এই কাজটা করেছিলেন !

Published By: Khabar India Online | Published On:

 অভিনেতা ওম পুরী (Om Puri)র ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক অনেক হয়েছে।

2017 সালে প্রয়াত হয়েছেন এই অসামান্য অভিনেতা। তাঁর জীবন ছিল বর্ণময়। ওমের মৃত্যুর পরেও তাঁকে ঘিরে বিভিন্ন ঘটনা ঘুরে বেড়ায় বলিউডের আনাচে-কানাচে।

আরও পড়ুন -  Gold Price Today: ক্রেতাদের জন্য বাম্পার খবর, স্বস্তি দিয়েছে সোনার দাম

1997 সালে মুক্তি পেয়েছিল রেখা ও ওম পুরী অভিনীত ফিল্ম ‘আস্থা : দ্য প্রিজন অফ স্প্রিং’। ওই ফিল্মে ওম অভিনয় করেছিলেন রেখার স্বামীর চরিত্রে। ফিল্মে ছিল কয়েকটি যৌন দৃশ্য। নব্বইয়ের দশকে এই ধরনের যৌন দৃশ্য রীতিমত চমকে দিয়েছিল দর্শকদের। ‘আস্থা’ পরিচালনা করেছেন বাসু ভট্টাচার্য (Basu Bhattacharya)। বাসু যৌনতা সম্পর্কে ট‍্যাবু ভাঙতে চাইলেও সফল হননি। কারণ সেই সময়ের দর্শকদের কাছে ‘আস্থা’ অশ্লীল মনে হয়েছিলো।