Italy: প্রধানমন্ত্রীর পদত্যাগ ইতালির

Published By: Khabar India Online | Published On:

ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লার কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মাতারেল্লার কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে দ্রাগির পদত্যাগ ইউরোপের এই দেশটিকে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ফেলতে পারে বলে আশংকা করা হচ্ছে।

আরও পড়ুন -  ‘ ভার্চুয়াল শীর্ষ সম্মেলন '

মাতারেল্লার কার্যালয় জানায়, রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রটি ‘নোট’করেছেন এবং দ্রাগিকে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন।

প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পাওয়ার পর প্রেসিডেন্ট এখন কী করবেন বিবৃতিতে তা বলা হয়নি।

আরও পড়ুন -  Pakistan: নতুন মন্ত্রিসভায় যোগদান নিয়ে দ্বিধাবিভক্ত পিপিপি, পাকিস্তানে

চলতি সপ্তাহের শুরুর দিকে একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিলে মাতারেল্লা পার্লামেন্ট ভেঙে দিয়ে অক্টোবরে আগাম নির্বাচনের ডাক দিতে পারেন।

দ্রাগির পদত্যাগপত্র পাওয়ার পর প্রেসিডেন্ট বৃহস্পতিবারই পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকারদের সঙ্গে দেখা করার কথা ভাবছেন বলে জানিয়েছে রয়টার্স।

আরও পড়ুন -  Gavin Williamson Resigns: গ্যাভিন উইলিয়ামসনের পদত্যাগ, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী