Uttam Kumar Award: কে কে পুরস্কার পাবেন, মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে

Published By: Khabar India Online | Published On:

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রতিবছর মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস উপলক্ষে কৃতি শিল্পী এবং অভিনেতা অভিনেত্রীদের বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১২ সাল থেকে এই বিশেষ উদ্যোগ নেন। প্রতিবছরের ন্যায় এই বছরেও পুরস্কার প্রাপকদের নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল উত্তেজনা।

আরও পড়ুন -  Attacked: মেয়ের শ্বশুর, শাশুড়ি এবং দেওরের হাতে আক্রান্ত বাবা ও মা

সূত্র থেকে জানা গিয়েছে যে, চলতি বছর সম্মান প্রাপকদের তালিকায় থাকতে পারেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী নুসরাত জাহান, অভিনেতা সোহম চক্রবর্তী সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। এই খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার।

নেটিজেনদের একাংশের মতে অভিনয়ের পাশাপাশি শাসক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই পুরস্কার অর্জন করেন। অন্যদিকে বঙ্গভূষণ পুরস্কার প্রাপকদের সম্ভাব্য তালিকা দেখে নেটিজেনরা খুশি। কারণ এই তালিকায় রয়েছেন জনপ্রিয় বলিউড গায়ক অরিজিৎ সিং, গায়িকা শ্রেয়া ঘোষাল, কৌশিকী চক্রবর্তী থেকে শুরু করে টলিউড পরিচালক সৃজিত মুখার্জি।

আরও পড়ুন -  Bharat Joro Yatra: কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’, দিল্লি পৌঁছেছে

 সূত্র মারফত জানা গিয়েছে, চলতি বছর সুপারস্টার দেবও এই পুরস্কারে ভূষিত হতে পারেন।অভিনেত্রী ইন্দ্রানী হালদারও রয়েছেন সম্ভাব্য পুরস্কার প্রাপকের তালিকায়।

প্রসঙ্গত এর আগেও দেখা গেছে যে শাসকদলের ঘনিষ্ঠ ব্যক্তিরাই কেবল পুরস্কার পেয়েছেন। নেট মাধ্যমে এমন সুর উঠেছিল বিগত বছরগুলোতেও। এই পুরস্কার প্রদানকারীদের বিরুদ্ধে সজন পোষনের অভিযোগ উঠেছে বারংবার। এবারেও এর ব্যতিক্রম হল না।

আরও পড়ুন -  অনুব্রতর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়