Germany: জার্মানি ভয়াবহ দাবদাহের কবলে

Published By: Khabar India Online | Published On:

পর্তুগাল, স্পেন এবং ফ্রান্সের পর এবার ভয়াবহ দাবদাহের কবলে পড়েছে ইউরোপের দেশ জার্মানি। তীব্র গরমে বিপাকে পড়েছেন কর্মজীবী প্রবাসীরা। মঙ্গলবার (১৯ জুলাই) সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস।  দাবানলের আশঙ্কায় সতর্ক করেছে প্রশাসন।

আরও পড়ুন -  Eiffel Tower: আইফেল টাওয়ার অন্ধকারে, ফ্রান্স বিদ্যুৎ বাঁচাচ্ছে

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর ডিডব্লিউডি জানায়, নর্দরাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের এমসডেটেন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা সবচেয়ে উষ্ণতম দিন।

তীব্র গরমে গাছের ছায়ায় বিশ্রামের পাশাপাশি ঝরনার ঠান্ডা জলেতে নামতে দেখা যায় পর্যটক ও স্থানীয়দের।  বিড়ম্বনায় পড়েছেন প্রবাসীরাও।

আরও পড়ুন -  Denmark: শপিংমলে বন্দুক হামলা ডেনমার্কে, বহু হতাহতের আশঙ্কা

দাবদাহের কবল থেকে সাধারণ নাগরিকদের রক্ষায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

 তীব্র গরমে দাবানলের আশঙ্কায় ১৬টি অঙ্গরাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও দমকল বাহিনীকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শও দেয়া হয়।

আরও পড়ুন -  Weather Forecast: তুমুল দুর্যোগ চলবে রাজ্যের এই কয়েকটি জেলায়, বিকেলের দিকে

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জলবায়ু সংকটের কারণেই এ তীব্র তাপপ্রবাহ। ছবি: সংগৃহীত।