Premier A Division Play: প্রিমিয়ার এ ডিভিশন খেলা শুরু হচ্ছে ২৭ জুলাই থেকে

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   প্রিমিয়ার এ ডিভিশন খেলা শুরু হচ্ছে ২৭ জুলাই থেকে।

কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার এ ডিভিশনের খেলা নিয়ে বেশ টালবাহানা চলছিল। তাই মঙ্গলবার আই এফ এ সভাপতি অজিত ব্যানার্জি ও সচিব অনির্বাণ দত্ত সহ অন্য কর্মকর্তারা আলোচনায় বসেছিলেন ক্লাব কর্মকর্তাদের সঙ্গে। আলোচনা বেশ উত্তপ্ত হয়ে ওঠে। সামাল দেন সভাপতি। তাদের দাবি ছিল অবনমন বাতিল করতে হবে। আগামী ২৩ জুলাই আবার আলোচনায় বসবেন আই এফ এ কর্মকর্তারা। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন -  Shirin Abu Akla: ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে শিরীনকে, ফিলিস্তিনি তদন্ত বলছে

এদিকে এদিন আসেননি এ টি কে মোহনবাগান ক্লাবের কোনও প্রতিনিধি। তবে ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবের প্রতিনিধি ছিলেন। এদিন ঠিক হয় তিন প্রধানকে বাইরে রেখে অন্য দলগুলো রাউন্ড রবিন প্রথায় খেলবে। খেলা শেষে লিগ টেবিলে প্রথম তিনটি দল তিন প্রধানের সঙ্গে চ্যাম্পি়নশিপের জন্যে লড়াই করবে। এখন দেখার বিষয় এ টি কে মোহনবাগান খেলবে কী?

আরও পড়ুন -  ভারতীয় রেল ২০২২এর ডিসেম্বরের মধ্যে তার সমস্ত ওয়াগনগুলিতে আরএফআইডি ট্যাগ লাগানোর পরিকল্পনা নিয়েছে

সৌজন্যে।