Earthquake: ভূমিকম্পে আহত ৩১, আফগানিস্তানে

Published By: Khabar India Online | Published On:

আফগানিস্তানে ফের ভূমিকম্প হলো। ভূমিকম্প ঘটনাস্থল পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকা। আগেরবারও এখানেই হয়েছিলো।

আফগানিস্তানের সংবাদমাধ্যম তোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার কাছাকাছি সময়ের মধ্যে তিনটি ভূমিকম্প হয়েছে পাকতিকায়। প্রথম ভূমিকম্পটি হয় বিকাল ৪ টা ৪৫ মিনিটে, সেটি ছিল ৪ দশমিক ৩ মাত্রার। পরেরটি হয় তার কিছুক্ষণ পর, ৪ টা ৫২ মিনিটে। ৫ দশমিক ১ মাত্রার ছিল সে ভূমিকম্পটি।

আরও পড়ুন -  জাপানে সুনামির আঘাত, ভূমিকম্পের পর

শেষ ভূমিকম্পটি হয় সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে এবং সেটি ছিল ৪ দশমিক ৭ মাত্রার।

পাকতিকা প্রাদেশিক সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান মুহম্মদ আমিন হুজাইফা জানিয়েছেন, সোমবারের ভূমিকম্পে পাকতিকার তিন জেলা বারমাল, গিয়ানি এবং জিরোজে মোট ৩১ জন আহত হয়েছেন, সেই সঙ্গে ধ্বংস হয়ে গেছে কয়েক ডজন বাড়ি।

আরও পড়ুন -  Pakistani Cricketer: বিয়ে করবেন ঊর্বশীকেই, পাক্ ক্রিকেটার নাসিম শাহ জানালেন সাংবাদিক বৈঠকে

গত ২২ জুন পাকতিয়া ও তার পার্শ্ববর্তী প্রদেশ খোস্টে পরপর ৬ দশমিক ১ ও ৫ দশমিক ৯ মাত্রার দু’টি ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে নিহত হন মোট ১ হাজার ১৫০ জন, আহত হন ১ হাজার ৩০০ জন এবং ১০ হাজারেরও বেশি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে।

আরও পড়ুন -  Afghanistan School Bomb Attack: নিহত ১৫, স্কুলে বোমা হামলায়, আফগানিস্তানে

যুক্তরাষ্ট্র, বাহরাইন ও ভারত ইতোমধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থ ও ত্রাণসামগ্রী পাঠিয়েছে আফগানিস্তানে। ছবিঃ এএনআই।