হাতের যত্ন কি ভাবে করবেন?

Published By: Khabar India Online | Published On:

  হাতের তুলনায় ত্বকের যত্নটাই বেশি নেয়া হয়। কাজ, রোদের তাপ হাতকে করে দেয় রুক্ষ এবং শুষ্ক।

 মুখের পাশাপাশি হাতও ভালো করে পরিষ্কার করে নিবেন। ঘন ঘন হাতে সাবান ব্যবহার করবেন না। এতে করে হাত আরও রুক্ষ হয়ে পরে।সাবানের পরিবর্তে ব্যবহার করতে পারেন বডি ওয়াশ কিংবা হ্যান্ডওয়াশ।

আরও পড়ুন -  Hot Dance: সকল গণ্ডি অতিক্রম করলেন এই যুবতী ‘মুন্নি বদনাম’ গানে, ভাইরাল ভিডিও আগে দেখে ফেলুন

রোদের তাপ থেকে যতোটা সম্ভব হাতকে রক্ষা করুন।
বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করবেন।

 সাবান ব্যবহারের পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে একদমই ভুলবেন না। ময়েশ্চারাইজার ব্যবহার না করলে হাত আরও রুক্ষ হয়ে পড়বে।

ঘরের কাজের জন্য বার বার জল ব্যবহার করতে হয়। ঘরের কাজ করার সময় হাতে গ্লাভস ব্যবহার করুন।
হাতে বেশি গরম জল ব্যবহার করবেন না।
ময়েশ্চারাইজার হিসেবে আমন্ড তেল , নারিকেল তেল এবং অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন -  Salt: লবণ সুরক্ষা করে ত্বকের

হাতের রুক্ষতা দূর করতে ঘরেই বানিয়ে নিতে পারেন প্যাক। সেজন্য আধ কাপ চালের গুঁড়া নিয়ে নিন। এর সাথে এক চামচ বেসন এবং কাঁচা হলুদের রস মিশিয়ে নিন। সেই সাথে লেবুর রস ও গ্লিসারিন যোগ করুন। এরপর পুরো হাতে প্যাকটি ব্যবহার করে শুঁকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুঁকিয়ে গেলে স্ক্রবিং করে তুলে ফেলুন। এই গুলি করে দেখুন আপনার হাতের ত্বক কমনীয় এবং সুন্দর হবে।

আরও পড়ুন -  Oily Skin: তেলতেলে ভাব দূর করুন সহজে ত্বকের