মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর নতুন সিনেমা ‘শাবাশ মিঠু’। ভারতীয় নারী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের আত্মজীবনীমূলক ছবিতে মিতালি হয়ে উঠতে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি।
অভিনেত্রী বলেন, ‘এখনো লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। নারীকেন্দ্রিক ছবির জন্য নির্মাতাদের বাজেট কম। নারীকেন্দ্রিক ছবির জন্য স্ক্রিন পাওয়া যায় না। কিন্তু অন্য ছবির স্ক্রিন পাওয়ার সমস্যা হয় না।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে সবচেয়ে বেশি উন্মাদনা ক্রিকেট ও সিনেমা ঘিরে। অথচ ছেলেদের ক্রিকেট দেখতে মানুষ ভিড় করে। ছবির মূল চরিত্রে পুরুষ হলে হু হু করে টিকিট বিক্রি হয়। সব ক্ষেত্রেই এই বৈষম্য দূর করতে হবে।’
এই প্রসঙ্গে তাপসী বলেছেন, ‘সব সময় ধীরে চলো নীতিতে বিশ্বাস রেখেছি। রাতারাতি সাফল্য চাইনি। এই পথ যদিও দীর্ঘ ও কষ্টকর। শুরুর দিকে আমাকে নিয়ে কারও তেমন প্রত্যাশা ছিল না। প্রথম সারির কোনো নায়কের নায়িকা হিসেবে ভাবা হতো না। পরে নির্মাতাদের আস্থা জন্মেছে।’
শুরুতে ‘শাবাশ মিঠু’ পরিচালনার কথা ছিল রাহুল ঢোলাকিয়ার। কিছুদিন পর পরিচালক সৃজিত মুখার্জির কাঁধে এই ছবির দায়িত্ব তুলে দেওয়া হয়। পরিচালক বদল প্রসঙ্গে তাপসী বলেছেন, ‘কোভিডের কারণে দুই বছর নষ্ট হয়ে যায়। রাহুলের অন্য কমিটমেন্ট ছিল। তাই তিনি ছবিটি ছাড়তে বাধ্য হন। শুরুতে ভয় ছিল যে আমি চরিত্রের প্রতি সুবিচার করতে পারব কি না। আমাকে দর্শক একজন ক্রিকেটার হিসেবে গ্রহণ করবেন কি না। তবে সৃজিতের কারণে আমি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলাম। তাঁর পরিচালনায় স্বচ্ছন্দের সঙ্গে কাজ করেছিলাম। কারণ, সৃজিত নিজে অনেক বড় ক্রিকেটপ্রেমী। ক্রিকেট তার প্রথম প্রেম। তাই সঠিক মানুষের হাতে এই ছবির দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল।’
দীর্ঘ ১০ বছর ধরে ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোর সঙ্গে সম্পর্কে আছেন তাপসী। বিয়ে করবেন কবে জিজ্ঞেস করতে লাজুক হাসি হেসে তাপসী বলেন, ‘অনেক কঠিন প্রশ্ন। ১০ বছর ধরে সম্পর্কে থাকলেও এত দিন কেউ জানত না। এখন দেখছি আমার সম্পর্ক নিয়ে সবার আগ্রহ। সত্যি বলতে, বিয়ের ফুরসত নেই। হাতে প্রচুর ছবি। তার ওপর আছে নিজের প্রযোজনা সংস্থার কাজ।’