Nusrat Jahan: নুসরত ভাবছেন অন্য দৃষ্টিকোণ থেকে, কুরুচিকর মন্তব্য ছবি নিয়ে

Published By: Khabar India Online | Published On:

নুসরত জাহান (Nusrat Jahan) সবসময় বিতর্কিত হন। যশ দাশগুপ্ত (Yash Dasgupta)র সাথে ছুটি কাটাতে গিয়েছিলেন ইন্দোনেশিয়ায়। ইস্কনের রথযাত্রায় দেখা গেছে নুসরতকে। নেটিজেনদের একাংশ নুসরতের প্রতি সন্তুষ্ট নন। গত মাসে নুসরতের ছবি দেখে অনেকেই বলেছিলেন, তিনি একদম শুকিয়ে গিয়েছেন।

সম্প্রতি নুসরত আরও কয়েকটি ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে নীল রঙের ডেনিম হট প্যান্ট ও সাদা প্যাডেড ক্রপ টপ। ক্রপ টপটি স্প্যাগেটি স্লিভ। এক হাতে সোনালি ব্রেসলেট ও আরেক হাতে রূপোলি ঘড়ি।

আরও পড়ুন -  Baby Bump: পরীমনি বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন

সাদা বিছানায় শুয়ে মাথা নিচের দিকে হেলিয়ে রেখেছেন নুসরত। তাঁর চুল খোলা রয়েছে। কখনও তাঁকে দেখা যাচ্ছে মাথার উপর হাত তুলে আনমনে কিছু ভাবতে। কখনও বা কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে হাসছেন নুসরত। ছবিগুলিতে নো মেকআপ লুক বজায় রেখেছেন তিনি। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে নুসরত লিখেছেন, আরও একটি দৃষ্টিকোণ থেকে। নেটিজেনরা নুসরতের ছবিগুলির প্রশংসা করেছেন। পাশাপাশি ধেয়ে এসেছে কিছু কুরুচিকর মন্তব্য। বোল্ড ফটোশুটের কারণে নোংরা ইঙ্গিত নেটিজেনদের একাংশের।

নুসরত-পুত্র ঈশান (Yishaan J.Dasgupta)এর ছবি দেখতে চান নেটিজেনরা। একটি সাক্ষাৎকারে নুসরত জানিয়েছেন, তিনি ও যশ চান না, তাঁদের ছেলেরা এখনই ক্যামেরার সামনে আসুক।

আরও পড়ুন -  Neelam Giri: ভোজপুরি অভিনেত্রী লাস্যময়ী অবতারে, টকটকে লাল শাড়ি, চোখে চশমা, ভক্তদের পারদ চড়েছে