Warning: ইরানের সতর্ক বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে

Published By: Khabar India Online | Published On:

তেহেরানের ওপর যদি শক্তি প্রর্দশন করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠিন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি করেছে ইরানের সেনাবাহিনী। রুশ বার্তাসংস্থা আরটির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এই সপ্তাহের শুরুতে ইসরায়েল সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইরানের পরমাণু বৃদ্ধি রোধে সবধরনের শক্তি ব্যবহার করবে ওয়াশিংটন। বাইডেনের এই মন্তব্য পরই ইরানি সেনাবাহিনী পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হলো।

আরও পড়ুন -  Italy: অভিবাসী নৌকাডুবিতে ৪৩ জনের মৃত্যু, ইতালি উপকূলে

 সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবল ফাজাল শেখারচি বলেন, অ্যামেরিকান ও ইহুদিবাদীরা ভালো ভাবেই জানে ইরানের বিরুদ্ধে শক্তি শব্দটি ব্যবহার করলে এর ফল কি হতে পারে। পারস্য উপসাগরে সাম্প্রতিক ইরানি ও মার্কিন বাহিনীর মহড়ার উদাহরণ দিয়ে মার্কিন বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তলেন শেখারচি।

আরও পড়ুন -  লকডাউন নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের একরাশ ক্ষোভ

 শেখারচি ব্যক্তিগত ভাবে বাইডেনকে উপহাস করে বলেন, বাইডেন যখন ইরানকে হুমকি দিয়েছিলেন তখন নিশ্চয়ই তন্দ্রাচ্ছন্ন ছিলেন।

এদিকে ইসরায়েল সফর কালে এক সংবাদ সম্মেলনে বাইডেন হুমকি দিয়েছিলেন, ইরান তার দাবি মেনে না নিলে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফিরে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র চিরকাল অপেক্ষা করবে না। এছাড়াও বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড দুই দেশের অব্যাহত কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছেন। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: মাঠে নামবে চারটি দল, আর্জেন্টিনা-অস্ট্রেলিয়াসহ