Hockey World Cup: হকি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

Published By: Khabar India Online | Published On:

জার্মানদের ৪-২ গোলে হারিয়ে হকি বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে নির্ধারিত সময়ে ২-২ গোলে অমীমাংসিত থাকে। পরে টাইব্রেকারে জয় তুলে নিয়ে ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে।

নেদারল্যান্ডসে চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনা ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া, ৪-১ গোলে স্পেন, এরপর কানাডাকে হারায় ৭-১ গোলে। নকআউটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় ১-০ গোলে।

আরও পড়ুন -  রোমান্সে ভরপুর এই নতুন ওয়েব সিরিজ, আগে দরজা বন্ধ করুন তারপর দেখুন

প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে হ্যানা গ্রানিৎস্কি প্রথম গোল করে জার্মানিকে এগিয়ে দেন। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে গোল করে সমতায় ফেরান অগাস্তিনা গোরজেলানি।

দ্বিতীয় কোয়ার্টারে ২৮ মিনিটে আরেক গোল করেন আর্জেন্টিনার ‘অগাস্তিনা’ অ্যালবার্তিনো। সেই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে দলটি। চার্লট স্টেপেনহর্স্ট গোলে সমতা ফেরান জার্মানি।

আরও পড়ুন -  যৌথ উদ্যোগে রক্ষণাত্মক কার্বাইন ৫.৫৬ x ৩০ মিলিমিটারের সফল পরীক্ষা

শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে জার্মানির জালে একবার বলও জড়িয়েছিল দলটি, তবে ফাউলের কারণে বাতিল হয় সেটি। এর আগে পরে ওপেন প্লে থেকে একটি আর একটি পেনাল্টি কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ফলে নির্ধারিত সময় ২-২ সমতায় ম্যাচ শেষ হয়, খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। ৪-২ গোলে জয় লাভ করে আর্জেন্টিনা।

আরও পড়ুন -  Argentina: উৎসবের নগরী আর্জেন্টিনার রাজধানী, ৩৬ বছরের অপেক্ষার অবসান