Mexico: হেলিকপ্টার বিধ্বস্ত মেক্সিকোর নৌবাহিনীর, নিহত ১৪

Published By: Khabar India Online | Published On:

মেক্সিকোর উত্তরপশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে নৌবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার নৌবাহিনীর কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় একটি ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই হেলিকপ্টারে ১৫ জন যাত্রী ছিল এবং বেঁচে যাওয়া এক জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন -  Uganda: পদদলিত হয়ে নিহত ৯ বর্ষবরণ উদযাপনে, উগান্ডায়

নৌবাহিনী জানিয়েছে, বিধ্বস্তের কারণ জানতে অনুসন্ধান চলছে, এখনও দুর্ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার, নৌবাহিনী ড্রাগ লর্ড রাফায়েল ক্যারো কুইন্টেরোকে আটক করেছে। তবে এই ঘটনার সঙ্গে কুইন্টেরোর গ্রেপ্তারের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন -  Coal Mine: রাশিয়ার একটি কয়লা খনি দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫২ জন নিহত

সূত্র : ইন্ডিয়া টুডে। / ছবি: সংগৃহীত।