Lifestyle: সৌভাগ্যবতী হন মেয়েরা, শরীরের এইখানে তিল থাকলে

Published By: Khabar India Online | Published On:

অনেকেই কিছু বিশ্বাস করেন আবার অনেকে কিছুই বিশ্বাস করেন না। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। জানেন কি মেয়েদের শরীরে এমন কিছু চিহ্ন আছে যেগুলি বলে দেয় সেই মেয়ে ভাগ্যবতী কিনা। সেই চিহ্ন না থাকলেও কিছু যায় আসে না,মেয়ে মানেই মা, মানেই ঘরের লক্ষ্মী।

আরও পড়ুন -  Salman Khan: জন্মদিন বলিউড `সুলতান`, সালমান খান

তিল তত্ত্ব অনেকে মানেন আবার অনেকে মানেন না, কেউ আংশিক মানেন। কোন রঙের তিল মেয়েদের জন্য শুভ এবং কোথায় তিল থাকলে তা সৌভাগ্যের প্রতীক। নাকে তিল থাকলে নারীরা প্রতিভাসম্পন্ন হন এবং সৌভাগ্যবতী বলা হয়।

আরও পড়ুন -  ‘কালবেলা’, ‘কালপুরুষ’, সৃষ্টির কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের শেষকৃত্য সম্পন্ন