TV Serial: টিআরপি তালিকায় প্রথম স্থান কাল দখলে? পিছিয়ে গেল ‘গাঁটছড়া’ ও ‘মিঠাই

Published By: Khabar India Online | Published On:

প্রতি সপ্তাহের মতোই এই সপ্তাহেও ধারাবাহিক গুলির মধ্যে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই চলেছে।তবে মিঠাইয়ের ভক্তদের জন্য রয়েছে খারাপ খবর।

আবারও টিআরপি রেটিং তালিকায় নম্বর কমেছে মিঠাইয়ের।এই সপ্তাহে প্রথম স্থানে নেই মিঠাই কিংবা গাঁটছড়া। এই সপ্তাহের টিআরপি তালিকা।

আরও পড়ুন -  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মালদার মাটিতে পদার্পণ করার আগেই চমক তৃণমূল কংগ্রেসের

প্রথম- ধুলোকণা (৮.৪)

দ্বিতীয়- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৭)

তৃতীয়-গৌরী এলো (৭.৩)

চতুর্থ- মিঠাই (৭.২),গাঁটছড়া (৭.২),আলতা ফড়িং (৭.২)

পঞ্চম- অনুরাগের ছোঁয়া (৬.৫)
ষষ্ঠ- – মন ফাগুন (৬.১)

আরও পড়ুন -  Shri Narendra Modi: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (২১ ডিসেম্বর) প্রয়াগরাজ সফর করবেন

সপ্তম- উমা (৬.০),বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৬.০)

অষ্টম- এই পথ যদি না শেষ হয় (৫.৯)

নবম- আয় তবে সহচরী (৫.৩),লালকুঠি (৫.৩),খেলনা বাড়ি (৫.৩)

দশম- উড়ন তুবড়ি (৪.৫)

আরও পড়ুন -  Hani Chicken: হানি চিকেন, রেস্টুরেন্ট স্টাইলে রাঁধুন