TV Serial: টিআরপি তালিকায় প্রথম স্থান কাল দখলে? পিছিয়ে গেল ‘গাঁটছড়া’ ও ‘মিঠাই

Published By: Khabar India Online | Published On:

প্রতি সপ্তাহের মতোই এই সপ্তাহেও ধারাবাহিক গুলির মধ্যে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই চলেছে।তবে মিঠাইয়ের ভক্তদের জন্য রয়েছে খারাপ খবর।

আবারও টিআরপি রেটিং তালিকায় নম্বর কমেছে মিঠাইয়ের।এই সপ্তাহে প্রথম স্থানে নেই মিঠাই কিংবা গাঁটছড়া। এই সপ্তাহের টিআরপি তালিকা।

আরও পড়ুন -  ডানকুনি পৌরসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাধীনতা দিবস পালন

প্রথম- ধুলোকণা (৮.৪)

দ্বিতীয়- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৭)

তৃতীয়-গৌরী এলো (৭.৩)

চতুর্থ- মিঠাই (৭.২),গাঁটছড়া (৭.২),আলতা ফড়িং (৭.২)

পঞ্চম- অনুরাগের ছোঁয়া (৬.৫)
ষষ্ঠ- – মন ফাগুন (৬.১)

আরও পড়ুন -  Bengal Weather Update: বর্ষণে ভাসছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কবে বৃষ্টি হবে?

সপ্তম- উমা (৬.০),বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৬.০)

অষ্টম- এই পথ যদি না শেষ হয় (৫.৯)

নবম- আয় তবে সহচরী (৫.৩),লালকুঠি (৫.৩),খেলনা বাড়ি (৫.৩)

দশম- উড়ন তুবড়ি (৪.৫)

আরও পড়ুন -  Gangasagar Mela: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, একাধিক ব্যবস্থাপনা রাখা হয়েছে