Sri Lanka: প্রধানমন্ত্রীর দপ্তর দখল করলো বিক্ষোভকারীরা, সাথে স্লোগান

Published By: Khabar India Online | Published On:

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের দপ্তর দখল করলো বিক্ষোভকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পালিয়ে মালদ্বীপে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মিছিল করে প্রধানমন্ত্রীর দপ্তর দখলে নেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন -  Sri Lanka: প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা, শ্রীলঙ্কায়

প্রতিবেদনে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর দপ্তরের তৃতীয় তলায় ব্যালকনিতে উঠে বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার পতাকা উড়িয়ে উল্লাস প্রকাশ করছে এবং সেলফি তুলছে।

ড্রাম বাজিয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর নাম ধরে তালে তালে তারা স্লোগান দিচ্ছে রনিল পাগলা, গোটা পাগলা।

আরও পড়ুন -  প্রার্থী মলয় ঘটক এর প্রচার মিছিল

আগে বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

এএফপির প্রতিবেদনে জানা যায়, ৭৩ বছর বয়সী গোতাবায়া তার স্ত্রী ও এক দেহরক্ষীসহ চার যাত্রী নিয়ে সামরিক বিমান অ্যান্তোনভ–৩২ করে মঙ্গলবার মধ্যরাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করেন। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  কলকাতার সিনেমা সিয়ামের গল্পে, থাকছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী