Rhea Chakraborty: রিয়া চক্রবর্তী, আবার হাজতবাস, প্রকাশ্যে এলো খবর, সুশান্ত মামলায়

Published By: Khabar India Online | Published On:

 রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) বায়কুল্লা জেলে বন্দি থাকাকালীন এনসিবি-র হাতে উঠে এসেছিল সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) ও রিয়া চক্রবর্তী সম্পর্কিত কিছু তথ্য।

 জানা গিয়েছিল প্রথম লকডাউনের সময় প্রায় এক কিলো নিষিদ্ধ মাদক অর্ডার করেছিলেন রিয়া ও সুশান্ত। এরপর রিয়া জামিনে মুক্ত হলেও তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে এনসিবি। এবার এনসিবি-র তরফে পেশ করা চার্জশিটে যুক্ত হল রিয়ার নাম।

আরও পড়ুন -  Durga Pujo: প্রদীপ প্রজ্জলনের মধ‍্য দিয়ে পূজো উদ্ধোধন করেন, চাঁচল আশ্রমের মহারাজ

বুধবার এই চার্জশিট পেশ করেছে এনসিবি। সুশান্তের সাথে যোগ থাকা একটি মাদক মামলায় রিয়াকে অভিযুক্ত করেছে এনসিবি। রিয়ার বিরুদ্ধে গাঁজা কেনার অভিযোগ রয়েছে। চার্জশিটে রিয়া ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তী (Shouvik Chakraborty) সহ মোট পঁয়ত্রিশ জনের নাম উল্লিখিত রয়েছে।

আরও পড়ুন -  সুশান্তের দুই প্রাক্তন প্রেমিকা, অঙ্কিতা ও রিয়া এক সাথে থাকবে

এনসিবি সূত্রে জানা গিয়েছে, সুশান্তকে অনেকবার গাঁজা সরবরাহ করেছিলেন রিয়া। গাঁজা কেনাবেচার জন্য প্রচুর টাকা আদান-প্রদানের অভিযোগ রয়েছে রিয়ার বিরুদ্ধে। এই মামলায় রিয়া দোষী সাব্যস্ত হলে তাঁর দশ বছরের জেল হতে পারে বলে জানা গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty)