Juhi Sengupta: ‘রাশি’ ধারাবাহিকের রীটা, মা হলেন যমজ সন্তানের, অভিনেত্রী সুখবর দিলেন

Published By: Khabar India Online | Published On:

জুহি সেনগুপ্ত বাংলা টেলিভিশন জগতের পরিচিত নাম। ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। শেষ কয়েকমাস ধরে টেলিভিশনের পর্দায় দেখা পাওয়া যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Juhi Sengupta (@juhisengupta227)

অভিনয় থেকে তার দূরে থাকার কারণ, এবার নিজেই জানালেন অভিনেত্রী। সম্প্রতি জমজ সন্তানের মা হয়েছেন জুহি, সে খবর প্রকাশ্যে আসতেই নেটমহল খুব খুশি।

আরও পড়ুন -  ২৪ হাজার পদে হবে নিয়োগ এসএসসিতে, ভালো খবর শোনালো এসএসসি

আগেই অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামের পাতায় নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিগুলির মাধ্যমেই নিজের মা হওয়ার সুখবর জানিয়েছিলেন। সম্প্রতি জানা গিয়েছে, তার কোল আলো করে একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান এসেছে।

 

View this post on Instagram

 

A post shared by Juhi Sengupta (@juhisengupta227)

সুখবর জানার পর থেকেই নেটিজেনদের পাশাপাশি অভিনেত্রীর ভক্তরাও শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন।

আরও পড়ুন -  ভালোবাসা প্রকাশ করতে দেখা গেল আম্রপালিকে স্বামী নিরহুয়ার সাথে, রোমান্টিক হয়ে যাবেন আপনিও দেখলে

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাশি’র রীটার চরিত্রে অভিনয় করতে দেখা যেত তাকে। রীটার চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে এক বিরাট পরিচিতি অর্জন করেছিলেন। ‘রাশি’ বাদে ‘পাণ্ডব গোয়েন্দা’, ‘মেঘের পালক’, ‘বধূবরণ’এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা মিলেছিল তার। তিনি আপাতত অভিনয় দুনিয়া থেকে দূরেই রয়েছেন। কবে লাইট-ক্যামেরা-অ্যাকশনের মাঝে ফিরবেন অভিনেত্রী এখনো পর্যন্ত জানা যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Juhi Sengupta (@juhisengupta227)

উল্লেখ্য, বর্তমানের অভিনেত্রী হিসেবে বেশ স্টাইলিশ জুহি সেনগুপ্ত। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেকথা স্পষ্ট হবে।

আরও পড়ুন -  Virat Kohli: কোহলি হয়ে উঠলেন ‘ধোনি’, ভারতের বিশ্বকাপ জয়ের ‘গোল্ডেন যুগে’