VIRAL: ‘আলুপোস্ত গার্ল’ ওরফে স্নেহা, বাদামকাকুর সঙ্গে ‘চু কিত কিত’ খেলবে!

Published By: Khabar India Online | Published On:

সোশ্যাল মিডিয়ার লেটেস্ট ট্রেন্ড ‘কাঁচা বাদাম’ ও ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। শুধুমাত্র মিউজিক ভিডিও নয়, বাদামকাকু তাঁর স্ত্রী আদুরী দেবী (Aduri Devi)-র সাথে দেখা দিয়েছেন স্টার জলসার রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’-তে। আপাতত বাদামকাকুর বাদাম বিক্রি অতীত। এখন তিনি কাঁপিয়ে বেড়াচ্ছেন কলকাতায়। এবার বাদামকাকুর সাথে যোগ দিতে চলেছেন ‘আলুপোস্ত গার্ল’।

আরও পড়ুন -  এই কায়দায় শাড়ি পরে নাচলেন বৌদি, সকলে দেখার জন্য পাগল, VIDEO

‘আলুপোস্ত গার্ল’-এর প্রকৃত নাম রিম্পি ওরফে স্নেহা কর্মকার (Sneha Karmakar)। কালো শিফন শাড়ি ও ‘সেক্সি’ ব্লাউজে আলুপোস্ত রেঁধে নেটদুনিয়ায় সমালোচিত হওয়ার সাথেই বিখ্যাত হয়েছেন তিনি। তাঁকে বর্তমানে সকলে চেনেন ‘আলুপোস্ত গার্ল’ নামে। এবার বাদামকাকুর সাথে আলুপোস্ত গার্লের যুগলবন্দী দেখা যাবে। সৌজন্যে টাইমস বাংলা মিউজিক লেবেলের নতুন মিউজিক ভিডিও।

আরও পড়ুন -  Durga Puja Pandel: শিল্পীর হাতের জাদু, মালয়েশিয়ার টুইন টাওয়ার, কল্যানীতে

 মিউজিক ভিডিওর গান ‘চু কিত কিত’-এ একসাথে দেখা যাবে ভুবন ও স্নেহা।

ইতিমধ্যেই ভাইরা হয়ে গিয়েছে ‘চু কিত কিত’-এর টিজার। তাতে দেখা যাচ্ছে, চোখে সানগ্লাস পরে, বাইক চালিয়ে আসছেন বাদামকাকু। অপরদিকে খোলামেলা পোশাকে স্নেহা জপছেন ‘কাঁচা বাদাম’। এর আগেও অনীক ধর (Anik Dhar)-এর ‘শোভন-বৈশাখী’ মিউজিক ভিডিওয় দেখা গিয়েছিল রিম্পিকে।

আরও পড়ুন -  চমকে গেলেন সকলে, নিরাহুয়া-আম্রপালির ভিডিও দেখে, ভিডিও দেখুন ভাইরাল